Bratya Basu On Nati Binodini: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ২৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী: একটি নটীর উপাখ্যান। বিনোদিনী দাসীর জীবনকে রূপোলি পর্দায় ফুটিয়ে তুলবেন রুক্মিণী। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের মুখোপাধ্যায়ের নির্দেশনায় বিনোদিনী দাসীর ভূমিকায় রুক্মিণীর অভিনয়ের ঝলক ইতিমধ্যেই মন ছুঁয়েছে দর্শকের।
সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন পর্দার বিনোদিনী। প্রিয়তমার চোখে জল দেখে তাঁকে সামলে নেন দেব। স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার হওয়ার দিনও গলা ভারি হয়ে এসেছিল রুক্মিণীর। বিনোদিনীর মতো একটি সিনেমা কেন প্রতিটি দর্শকের দেখা উচিত? ভিডিওবার্তায় বললেন ব্রাত্য বসু।
'বিনোদিনী সংক্রান্ত প্রতিবাদ, সমাজের যে ইস্তেহার সেটা একপ্রকার জারি ছিল। তারই উদাহরণ রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনী: এক নটীর উপাখ্যান। যার মূল চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। বিনোদিনী আসেন ১৮৭৪-৭৫-এ। ১৮৮৭-তে স্টেজ ছেড়ে একেবারে চলে যান। অভিনয়ের যে আয়ু সেটা ১২-১৩ বছর। ১৮৬৩ থেকে ১৯৪১, প্রায় ৫৫ বা ৬০ বছর বেঁচে ছিলেন। কিন্তু, এতটাই আহত বা দুঃখ পেয়েছিলেন যে কখনও স্টেজে ফেরেননি। নতুন শতাব্দীতে, নতুন দর্শনে, নতুন ভাবনার আলোকে কাজটা হল।'
ব্রাত্য যোগ করেছেন, 'মুখ্যমন্ত্রীর সম্মতিতে হাতিবাগান স্টারের নতুন নামকরণ ও রুক্মিণী মৈত্র অতুলনীয় অভিনেত্রীর সিনেমা বিনোদিনী একটি নটীর উপাখ্যান। প্রযোজনা করেছেন ভ্রাতৃতুল্য নায়ক দেব। আমার মনে হয় ইতিহাসের কাছে ফিরে যেতে নয়, ইতিহাসের কাছে প্রায়শ্চিত্ত করার জন্য এটা সকলের দেখা উচিত'। ব্রাত্য বসুর এই ভিডিওবার্তা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব।
বিনোদিনীর সব প্রযোজক দেব। একদিকে খাদানের সিঙ্গল স্ক্রিন ট্যুর তো অন্যদিকে বিনোদিনীর প্রচার। সব মিলিয়ে এখন চূড়ান্ত ব্যস্ততা দেবের। অন্যদিকে রাস্তায় বিনোদিনীর পোস্টার দেখে গাড়ির ভিতর থেকে বাসি মুখের একটি ভিডিও শেয়ার করেছেন রুক্মিণীও। দীর্ঘদিনের স্বপ্নপূরণ হওয়ার যে 'তৃপ্তি' তা রুক্মিণীর চোখে মুখে একেবারে স্পষ্ট। উল্লেখ্য, ইনস্টাগ্রামে নিজের ডিপি-ও বদলে ফেলেছেন অভিনেত্রী। বিনোদিনীর ছবি এখন রুক্মিণীর প্রোফাইল পিকচর। বারবনিতা থেকে মঞ্চের রানী, বিষবৃক্ষের কুন্দনন্দিনী - নটী বিনোদিনী। শিল্প, স্পর্ধা ও সংগ্রামের এক অজানা অধ্যায় নিয়ে আসছে “বিনোদিনী - একটি নটীর উপাখ্যান”।