/indian-express-bangla/media/media_files/2025/06/12/d2RxA28IGL5OKj6cstKj.jpg)
জীবনাবসান বিশিষ্ট গায়কের
Brian Wilson Demise: বিনোদন জগৎ-এ ফের শোকের ছায়া। প্রয়াত বিশিষ্ট গায়ক ও বিচ বয়েজের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান উইলসন। রক মিউজিকে শ্রোতাদের মনে একসময় ঝড় তুলেছিলেন। ব্রায়ান উইলসনের অন্যতম সেরা সৃষ্টি 'গুড ভাইব্রেশনস' ও 'গড অনলি নোজ'-এর মতো গানগুলো। সংগীতের দুনিয়ায় তাঁর অনবদ্য অবদান যেমন রয়েছে তেমনই আবার ব্যক্তিগত জীবন মোটেই সুখের ছিল না। মাদকাশক্ত ও মানসিক স্বাস্থ্য জনিত একাধিক সমস্যায় ভুগছিলেন। দীর্ঘ কয়েক দশক এই লড়াইয়ের পর ৮২ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ব্রায়ান উইলসন। পরিবারের তরফে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গায়কের মৃত্যুতে পরিবারের তরফে বলা হয়েছে, 'এই মুহূর্তে আমরা কথা বলার ভাষা হারিয়েছি। এটুকু বলতে পারি নিজেদের মানসিক যন্ত্রণাটা পুরো বিশ্বের সঙ্গে ভাগ করে নিচ্ছি।'
উল্লেখ্য, ব্রায়ান উইলসনের পরিবারের তরফে দেওয়া বিবৃতিতে কিন্তু, গায়কের মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। তিনি দীর্ঘ একটা সময় ডিমেনশিয়ায় ভুগছিলেন। ২০২৪ সালে স্ত্রী মেলিন্ডা উইলসনের মৃত্যুর পর তিনি শরীরের খেয়াল রাখতেন না। নিজের যত্নও নিতেন না। 'দ্য বিচ বয়েজ'-র সহ প্রতিষ্ঠতা ব্রায়ান উইলসনের প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দ্বিতীয় স্ত্রী মেলিন্ডার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। মেলিন্ডার মৃত্যুর পর সন্তানদের নিয়েই ছিলেন। কিন্তু, নিজের যত্ন না নেওয়ার জন্য তাঁকে সংশোধনাগারে রাখা হয়েছিল।
প্রসঙ্গত, তিন ভাইয়ের মধ্যে তিনিই একমাত্র বেঁচে ছিলেন। ব্রায়ান বেস, কার্ল লিড গিটার এবং ডেনিস ড্রাম বাজাতেন। ১৯৬০ সালে ক্যালিফোর্নিয়ার স্থানীয় ব্যান্ড থেকে বিচ বয়েজের জন্ম। যা পরে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে। প্রতিভার জেরে জাতীয় স্তরের 'হিট মেকার'- এর তকমা পান। এরপর সার্ফ অ্যান্ড সানের আন্তর্জাতিক দূত (অ্যাম্বাসডার) হয়ে ওঠেন। রক মিউজিকের অন্যতম সেরা ব্যান্ড হিসেবে পরিচিত দ্য বিচ বয়েজ।
গান লেখার কৃতিত্ব নিয়ে একবার লাভের সঙ্গে তুমুল বচসা হয়। যদিও সহকর্মীরা তাঁকে প্রচণ্ড ভালবাসতেন। এল্টন জন, ব্রুস স্প্রিংস্টিন থেকে শুরু করে কেটি পেরি এবং ক্যারোল কিং প্রত্যেকে তাঁর প্রতিভার তারিফ করতেন। দীর্ঘদিন তাঁর ঝুলিতে কোনও হিটের সম্ভার ছিল না। তবুও ভক্তদের ভালবাসা এতটুকু কমেনি। তাঁর জীবনের শেষ দিকে উইলসন এবং তরুণ শিল্পীদের একটি দলের সঙ্গে 'পেট সাউন্ডস' ও 'স্মাইল' পরিবেশন করেন।
আরও পড়ুন 'পার্থদার হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ', পরিচালকের আকস্মিক মৃত্যুতে স্মৃতিচারণা ঋতুপর্ণার