পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, বাংলা সিনেমায় নিজের আলাদা স্টাইল তৈরি করেছেন তিনি। এবারের চলচ্চিত্র উৎসবে নিজের ঘরানায় এক স্বপ্নের গল্প বলবেন তিনি। ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মায়েস্ত্রো বিভাগে দেখানো হবে তাঁর নতুন ছবি 'উড়োজাহাজ'।
এর আগে মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল, কেরালা ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব মাদ্রিদ, নিউ ইর্য়ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে 'উড়োজাহাজ'। নভেম্বরেই শুরু হতে চলেছে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারে কর্তৃপক্ষ যে ফেস্টিভ্যালকে অন্যমাত্রায় নিয়ে যেতে সে কথা আগেই স্পষ্ট করেছেন তারা।
ছবির একটি দৃশ্যে চন্দন ও পার্নো। ফোটো- টুইটার
আরও পড়ুন, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ‘গুপী গাইন বাঘা বাইন’
বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবশেষে কলকাতার দর্শক ছবিটা দেখতে পাবেন, এর থেকে বেশি আনন্দের কিইবা হতে পারে। বর্তমান সমাজের পরিস্থিতিই সামনে আনবে এই ছবি। তিনি আরও বলেন, ''প্রত্যেক মানুষই তো স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে যাত্রাও প্রায় নিশ্চিত করে ফেলেন। স্বপ্ন কখনও লজিক ও বাস্তবের পরোয়া করেনা।''
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পার্নো মিত্র, চন্দন রায় সান্যাল। একটি গ্রামে বাস করেন দুজনে, সেখানেই চন্দন জঙ্গলের মধ্যে খুঁজে পায় জাপানের পুরনো ডব্লু ডব্লু টু যুদ্ধবিমান। এই বিমানই ধীরে ধীরে স্বপ্ন হয়ে ওঠে তার, আর এই পথ ধরেই এগোতে থাকে গল্পের গতি।