/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/lead-32.jpg)
বাঁদিকে 'ত্রিনয়নী' ও ডানদিকে 'কৃষ্ণকলি'-র ছবি জি বাংলা-র ফেসবুক পেজ থেকে সংগৃহীত।
TRP, Bengali Television, Trinayani: কথায় বলে স্লো বাট স্টেডি উইনস দ্য রেস-- দৌড় যদি লম্বা হয়, তবে আস্তে আস্তে গতি বাড়ানোই হল আসল ট্রিক। শুরুতেই ১৫+ আরবান টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছিল 'ত্রিনয়নী'। তিন মাস আগে সেরা পাঁচে জায়গা পাকা করেছিল। সপ্তাহদুয়েক আগে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল এই ধারাবাহিক এবং এই সপ্তাহের রেটিং বলছে, সেরা পাঁচের বাকি ধারাবাহিকগুলির থেকে এতটাই এগিয়ে রয়েছে যে এবার তার সামনে একটাই চ্য়ালেঞ্জ, 'কৃষ্ণকলি'-কে সরিয়ে সেরার স্থান দখল।
প্রথম স্থানে এই সপ্তাহেও রয়েছে 'কৃষ্ণকলি' (১০) এবং দ্বিতীয় স্থানে 'ত্রিনয়নী' (৯.১) রেটিং নিয়ে। তার পরেই রয়েছে তৃতীয় স্থানে 'জয় বাবা লোকনাথ' (৮.০) ও এই সপ্তাহেও 'করুণাময়ী রাণী রাসমণি' (৭.৯) রয়েছে চতুর্থ স্থানে। 'ত্রিনয়নী' ও 'জয় বাবা লোকনাথ'-এর মধ্যে রেটিংয়ের পার্থক্যটি লক্ষ্যণীয়। প্রায় ০.৯ পয়েন্টে পিছিয়ে রয়েছে লোকনাথ তৃতীয় স্থানে। এক সপ্তাহে তাই 'ত্রিনয়নী'-কে ছাপিয়ে দ্বিতীয় স্থান দখল করার খুব একটা সম্ভাবনা নেই।
আরও পড়ুন: এল ‘শ্রীময়ী’! মেয়েদের সেই পুরনো গল্পই নতুন মোড়কে
আবার 'কৃষ্ণকলি' ও 'ত্রিনয়নী'-র মধ্যেও রেটিংয়ের পার্থক্য ০.৯ পয়েন্টের। এই পার্থক্যটাই কমতে পারে আগামী সপ্তাহগুলিতে যদি 'কৃষ্ণকলি'-র সঙ্গে পাল্লা দিয়ে 'ত্রিনয়নী'-তেও আরও উচ্চকিত ড্রামার স্বাদগ্রহণ করতে পারেন দর্শক। আর যদি সেটা ঘটে তবে অদূর ভবিষ্যতে 'কৃষ্ণকলি'-কে সরিয়ে ১৫+ আরবান টিআরপি তালিকার সেরার স্থানটি দখল করার সম্ভাবনা প্রবল হবে 'ত্রিনয়নী'-র।
চতুর্থ স্থানে এই সপ্তাহে রয়েছে 'বকুলকথা' (৭.০)। নীচে রইল এই সপ্তাহের সেরা দশের বাকি ধারাবাহিক ও তার রেটিং--
ষষ্ঠ-- 'নকশিকাঁথা' (৬.৭)
সপ্তম-- 'নেতাজি' (৬.২)
অষ্টম-- 'ভানুমতীর খেল' (৫.৫)
নবম-- 'কে আপন কে পর' (৫.৩)
দশম-- 'ফাগুন বউ' (৪.৮)
আরও পড়ুন: বদলে যাবে মুখ! ‘সেনাপতি’ সিজন ২-এ নেই প্রিয়ম-শুভজিৎ
এই সপ্তাহে আবারও বেড়েছে স্টার জলসা-র জিআরপি-- ৪০৭ ও জি বাংলা-র জিআরপি মোটামুটি একই রয়েছে-- ৭১৩। এই সপ্তাহে, শুধুমাত্র স্টার জলসা-র সেরা পাঁচ ধারাবাহিকগুলি হল--
প্রথম-- 'কে আপন কে পর' (৫.৩)
দ্বিতীয়-- 'ফাগুন বউ' (৪.৮)
তৃতীয়-- 'দেবী চৌধুরাণী' (৪.৬)
চতুর্থ-- 'মহাপীঠ তারাপীঠ' (৪.০)
পঞ্চম-- 'ইরাবতীর চুপকথা' (৩.৭)
'বিজয়িনী' ও 'কলের বউ'-এর রেটিং এই সপ্তাহে একটু কমেছে কিন্তু আগামী সপ্তাহে আবারও বাড়তে পারে রেটিং। 'বিজয়িনী'-তে এবার আসছে একটি বড় চমক। ঘটনাচক্রে বধির হয়ে যেতে হবে নায়িকাকে। আর 'কলের বউ'-তে এবার শুরু হবে ধারাবাহিকের গল্পের আসল ড্রামা।