এভাবেও ফিরে আসা যায়… টেলি-নায়িকা ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) জীবনকাহিনি যেন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও। বছর খানেক ধরে দু'-দু' বার ক্যানসারে ভুগেছেন। জয়ও করেছেন। শেষমেশ কর্কটরোগকে হারিয়ে শুটিং সেটে ফিরলেন। আর প্রত্যাবর্তনেই বাজিমাত! রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত জনপ্রিয় রিয়ালিটি শো 'দিদি নম্বর ওয়ান'-এর হাত ধরেই সেটে ফিরলেন ঐন্দ্রিলা।
এলেন, খেললেন, আড্ডা-রসিকতা মেতে জিতলেন উপহারও। সেটে ফিরে উচ্ছ্বাস যেন আর ধরে রাখতে পারছেন না ঐন্দ্রিলা। আর কঠিন সময়ের থেকে প্রিয় মানুষের এই ঘুরে দাঁড়ানোতেই আবেগঘন সব্যসাচী চোধুরি (Sabyasachi Chowdhury)। গতবছর ডিসেম্বর মাসেই তিনি জানিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ক্যামেরার সামনে ফিরবেন ঐন্দ্রিলা। হলও তাই। বুধবার অভিনেত্রী দুটি ছবি পোস্ট করেছেন সব্যসাচী। একটি গতবছরের পয়লা মার্চের। যেখানে অসুস্থ ঐন্দ্রিলাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। আর দ্বিতীয়টি 'দিদি নম্বর ওয়ান'-এর সেটে নাচছেন ঐন্দ্রিলা। সব্যসাচী লিখলেন, "উপায় না থাকলে, হিমশীতল রাতে নিজের স্বপ্নগুলোকে ঝলসে তাপ পোয়াতে হয়। ভোরের আলো ফুটলে, ফের নতুন করে স্বপ্ন বুনতে হয়। নিজের স্বপ্নপোড়া গন্ধ যতদিন তোমার নাকে লেগে থাকবে, জানবে তুমি অপ্রতিরোধ্য। এভাবেই ফিরে আসা যায়।"
সেটে ফিরে অনাবিল আনন্দে ঐন্দ্রিলা। জানালেন, প্রথমটায় খানিক অস্বস্তি লাগলেও স্টুডিওয় পা দিতেই মন ভাল হয়ে গিয়েছিল তাঁর। সবাই আশীর্বাদে, ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত শুট করেও একটুও ক্লান্তি নেই শরীরে। তবে সেটে এসে হাসি-ঠাট্টা মজা করলেও নিয়মমতো বাড়ির খাবারই খেয়েছেন। ড্রেসিং টেবিল উপহার পেয়ে বেজায় খুশি। কারণ, সাজতে তিনি আগাগোড়াই ভালবাসেন।
<আরও পড়ুন: শাহরুখের পর বড় ঘোষণা অক্ষয় কুমারের, জানালেন ‘পৃথ্বীরাজ’ রিলিজের ডেট>
কিন্তু সিরিয়ালে আবার কবে দেখা যাবে ঐন্দ্রিলাকে? এপ্রসঙ্গে অভিনেত্রীর উত্তর, আপাতত কোনও প্রস্তাব আসেনি। কারণ, অনেকেই বুঝতে পারছেন না যে, ঐন্দ্রিলা এখন শুট করতে পারবেন কিনা। 'দিদি নম্বর ওয়ান'-এর এই পর্ব দেখে হয়তো তাঁদের মনের সেই দ্বিধাও কেটে যাবে। আশাবাদী অভিনেত্রী।
প্রসঙ্গত, অবশেষে বছরখানেকের লড়াইটা জিতে গিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। একবার নয়, দু’-দু’বার। মারণ কর্কটের ছোবলে তীব্র যন্ত্রণার দিনগুলোতে যে মানুষগুলো দিনরাত্রি ঐন্দ্রিলার পাশে থেকেছেন, এই জয় তাঁদেরও। বিশেষ করে অভিনেত্রীর বন্ধু সব্যসাচী চৌধুরির। যিনি টেলিদর্শকদের প্রিয় বামাক্ষ্যাপা। নার্স-চিকিৎসক, পরিবার-পরিজনের পাশাপাশি যিনি নিজের অভিনয়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটা মুহূর্তে ঐন্দ্রিলার পাশে থেকে গিয়েছেন। এই কঠিন সময়ে একটুক্ষণের জন্য কাছছাড়া করেননি তাঁকে। প্রতি মাসে নিয়ম করে ঐন্দ্রিলা শর্মার হেল্থ আপডেট দিয়ে গিয়েছেন। অতঃপর যুদ্ধ জয়ের শেষ হাসিটা ঐন্দ্রিলার পাশাপাশি হাসছেন বন্ধু সব্যসাচীও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন