Cannes For Bangladesh: কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে, সব সময় ইতিহাস তৈরি হয়। এবছর যেমন সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি রিস্টোর করার পর প্রিমিয়ার হয় সেখানে। মিস্টার রায়ের এই ক্লাসিক ছবি স্ট্যান্ডিং ওভেষণ পায়। এবার বাংলাদেশের জন্য বেশ উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে। Cannes মানেই ফ্যাশন এবং কান মানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিনেমা এবং তার প্রিমিয়ার। তার সঙ্গে তারকা উপস্থিতি তো বটেই।
আর এবার, বাংলাদেশের আদনান আল রাজীব, এবং টিম আলী পুরস্কৃত হলেন এই প্রেস্টিজিয়াস আওয়ার্ড এর মাধ্যমে। স্পেশ্যাল জুরি বিভাগে, শর্ট ফিল্মের জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত আদনান আল রাজীব ( Adnan Al Rajeev ) এবং টিম আলী। এবং এই খবর প্রকাশ্যে আসতেই, রাজিবের স্ত্রী অর্থাৎ বাংলাদেশে অন্যতম চরিত্র নায়িকা মেহজাবিন ( Mehazabien Chowdhury ), সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন। তিনি লেখেন, বাংলাদেশ তার প্রথম কানের পুরস্কার পেল! আদনান আল রাজীব শুভেচ্ছা। এদিকে রাজীব পুরস্কার পেতেই, বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং পরিচালক মুস্তফা সারোয়ার ফারুকী বলেন, তোমাকে শুভেচ্ছা। বিশেষ জুরি বিভাগে পুরস্কার পাওয়ার জন্য তোমাকে অনেক অভিনন্দন। তোমাদের সকলের জন্য খুব গর্ব হচ্ছে। এবং নিজের জন্য খুব রাগ হচ্ছে যে শেষ মুহূর্তে আমি ট্রিপটা ক্যান্সেল করলাম। বাংলাদেশের মানুষরা যথেষ্ট উচ্ছ্বসিত এই ঘটনায়।
Rudranil Ghosh: কমেনি অস্থিরতা ও উন্মাদনা, রুদ্রনীলের এহেন অবস্থার কার…
আদনানের হাত ধরে এহেন সাফল্য এসেছে বাংলাদেশের বিনোদন মহলে, দেশের মানুষের তো আনন্দ হবেই। কিন্তু তথ্য দিতে একটু ভুল করলেন মেহজাবিন চৌধুরী। আলী ছবির হাত ধরে বাংলাদেশ প্রথমবারের মত কান চলচ্চিত্র পুরস্কার আসেনি। বরং ২০০২ সালেই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পরিচালক তারেক মাসুদের ছবি পেয়েছিল এই পুরস্কার।
পরিচালক তারেক মাসুদ-এর "মাটির ময়না - দ্য ক্লে বার্ড" সিনেমাটি ২০০২ সালের কান চলচ্চিত্র উৎসবের পরিচালকের ফোর্টনাইট বিভাগে "স্বচ্ছ, মর্মবিদারক এবং সূক্ষ্ম চিত্রায়ণ" এর জন্য ফিপ্রেসি পুরস্কার জিতেছিল। ফলে, আলি প্রথম ছবি নয়। এবং মাটির ময়নার জন্য সেদেশে অনেকেই জাতীয় পুরস্কার পর্যন্ত পায়। যদিও, বা আদনান আল রাজীব এই ঘটনায় উচ্ছসিত। তিনি সমাজ মাধ্যমে যে ছবি শেয়ার করেছেন, সেখানে লিখেছেন... এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ Cannes...