Rudranil Ghosh: কমেনি অস্থিরতা ও উন্মাদনা, রুদ্রনীলের এহেন অবস্থার কারণ কী? 'এত বছর পরেও..'

Rudranil Ghosh: কী এমন হলও রুদ্রর সঙ্গে যে তিনি একথা বলছেন? তাহলে কি নতুন কিছু আসতে চলেছে? নাকি নতুন কিছুর অপেক্ষায় অভিনেতা। শেষ কিছুবছরে খুব একটা কাজ করতে তাঁকে দেখা যায়নি। তবে...

Rudranil Ghosh: কী এমন হলও রুদ্রর সঙ্গে যে তিনি একথা বলছেন? তাহলে কি নতুন কিছু আসতে চলেছে? নাকি নতুন কিছুর অপেক্ষায় অভিনেতা। শেষ কিছুবছরে খুব একটা কাজ করতে তাঁকে দেখা যায়নি। তবে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rudranil ghosh-dhumketu

কোন প্রসঙ্গে একথা বলছেন রুদ্র? Photograph: (Instagram)

Rudranil Ghosh-Tollywood: সে বহু বছর আর আগের কথা। শোনা গিয়েছিল দেব এবং শুভশ্রী একটি সিনেমার শুটিং করছেন। তখনো তাদের মধ্যে বনিবনার অভাব, কিংবা তাঁরা একসঙ্গে কাজ করতে চাইছেন না এরকম কিছু শোনা যায়নি। পরিচালক ছিলেন, কৌশিক গঙ্গোপাধ্যায়। কৌশিক বাবু মানেই ইন্ডাস্ট্রিতে অন্যরকম কোন ছবি। শুধু তাই নয়, আজ অব্দি যে কটা ছবি তিনি ডেলিভার করেছেন প্রত্যেকটি সুপারহিট এবং অসাধারণ বার্তা দিয়েছে সকলকে। যখন শোনা গিয়েছিল দেব এবং কৌশিক গঙ্গোপাধ্যায় একসঙ্গে হয়েছেন, সকলেই ভেবে নিয়েছিলেন এবার হয়তো জম্পেশ কিছু একটা হতে চলেছে।

Advertisment

কিন্তু সেই সমস্ত আশায় জল ঢেলে দিয়ে, ছবি রিলিজ আর হলোই না। দেব এবং শুভশ্রী ভক্তরা, মনের দিক থেকে ভীষণ কষ্ট পেলেন। শুধু তাই নয়, বছরের পর বছর ধরে তারা অপেক্ষা করে গিয়েছিলেন, আদৌ কি এই ছবিটা রিলিজ করবে। তার মধ্যে ইন্ডাস্ট্রিতে সম্পর্কের সমীকরণ একদম উল্টে পাল্টে গেছে। দেব আর শুভশ্রীকে অন্য কোন ছবিতে একসঙ্গে দেখা যায়নি। কিন্তু অবশেষে সেই ছবিটি রিলিজ করছে। আগামী ১৪ ই আগস্ট রিলিজ করছে ধুমকেতু। এটি এক এমন বহু প্রতীক্ষিত ছবি, যেই ছবিতে দেবকে একদম অন্যরকম ভাবে দেখা গিয়েছে। তাকে তথাকথিত বয়স্ক, মাথায় লম্বা চুল, একটু স্থুল অবতারে দেখা যাবে। এই বছরের শুরুর দিকে দেব জানিয়েছিলেন, তারা এখন মূল লক্ষ্য ধূমকেতু রিলিজ করা। পুজোয় রিলিজ করছে রোগ ডাকাত। খাদানের সাফল্যের পড় আর বেশি দিন কাউকে অপেক্ষা করালেন না অভিনেতা।

Subhashree-Jeetu: 'বিয়ের পর একটা দিনও...', গৃহপ্রবেশের পর কোন পথে শ…

এই ছবিতে, বহু মানুষ এমন আছেন যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন ছবিটির রিলিজ করার। তাদের মনের মধ্যে একটা আশা পুষে রেখেছিলেন হয়ত বা, কোন একদিন সময় আসবে যেদিন এই ছবিটি রিলিজ হবে। অভিনেতা রুদ্রনীল ঘোষের মনেও ঠিক সেটাই ছিল। এমন একটি আইকনিক ছবি হলে রিলিজ করবে না, এটা কেউ ভাবতেই পারেনি। রুদ্রনীল বললেন, কেন এই ছবিটা আজও আমাদের টিমের সকলের মনে জায়গা করে রেখেছে সেটা আপনারা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। দেব, রানা সরকার এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের যৌথ প্রচেষ্টায় ছবিটি রিলিজ করছে। আর রুদ্র বলছেন...

Advertisment

"অবশেষে "ধূমকেতু" ১৪ই আগস্ট থেকে সিনেমাহলে। শুধু আমি নই, সিনেমার প্রতিটি অভিনেতা-অভিনেত্রী, টেকনিশিয়ান,বছরের পর বছর অধীর অপেক্ষায় ছিলাম এই দিনটার জন্য। দর্শক বন্ধুরা সিনেমাটি দেখার পর নিশ্চয় বুঝবেন, এত গুলো বছরের পরেও কেন আমাদের টিমের মনে এই সিনেমাটি নিয়ে অস্থীরতা-আবেগ-উন্মাদনা আজও কমেনি! সিনেমা গল্প বলে। হয়ত আমাদের সিনেমা "ধূমকেতু" তার গল্পে জীবন বলেছে। ধন্যবাদ পরিচালক কৌশিক গাংগুলী, প্রযোজক রাণা সরকার ও দেব।"

Rudranil Ghosh Dev tollywood tollywood news