যদিও অনুরাগ কাশ্যপ তার বিরুদ্ধে তদন্তের কথা অস্বীকার করেছেন। এমনকি তিনি জানিয়েছেন, এই বিষয়ে কোনও নোটিসও তিনি পাননি। টুইট করে একথা বলেন পরিচালক।
The reportage so far on the alleged “investigation” is false, There is no such notice that has been served to me. Only questions i have been getting is from the media . If anyone has seen the copy of such a letter please send me the screenshot .
— Anurag Kashyap (@anuragkashyap72) November 22, 2018
আরও পড়ুন, চিন সীমান্তে সাইকেল চালালেন সলমন খান ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু
তদন্তে সাহায্যের জন্য বৃহস্পতিবার এনএফডিসিকে নথিপথ্য দাখিল করার কথা বলেছে সিবিআই। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় এনএফডিসি গঠন করা হয় ১৯৭৫ সালে। কেন্দ্রীয় অনুদান পায় এই সংস্থা এবং বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেওয়ার জন্য ও সরকারের পক্ষে ছবির প্রচারের জন্যও টাকা দেওয়া হয়। তবে অনুরাগ- মোদী সংঘাত এর জন্য দায়ী কিনা সেই প্রশ্নও উঠে আসছে এখন।
Read the full story in English