ভারতীয় সিনেমায় শোকের ছায়া, চিরঘুমে কিংবদন্তি পরিচালক

দুঃখজনক বিষয় হলো, এই বিখ্যাত চলচ্চিত্র নির্মাতার মরদেহ দাবি করতে পরিবারের কেউ এগিয়ে আসেননি। জানা গেছে, ডেভিডের বোন বর্তমানে উদুপির কাপুতে থাকেন এবং ...

দুঃখজনক বিষয় হলো, এই বিখ্যাত চলচ্চিত্র নির্মাতার মরদেহ দাবি করতে পরিবারের কেউ এগিয়ে আসেননি। জানা গেছে, ডেভিডের বোন বর্তমানে উদুপির কাপুতে থাকেন এবং ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Actor Passed away

প্রয়াত পরিচালক... Photograph: (ফাইল চিত্র)

সোমের রাতেই ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় পরিচালক। প্রখ্যাত কন্নড় লেখক ও পরিচালক এসএস ডেভিড আর নেই। জনপ্রিয় চলচ্চিত্র, জয় হিন্দ (১৯৯৮) এবং সুপারি (২০০১)-এর পরিচালক হিসেবে পরিচিত ডেভিড রবিবার সন্ধ্যায় বেঙ্গালুরুর আরআর নগরের এসএস হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Advertisment

ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি। 

'কোনও মেয়েকে যেন এর মধ্য দিয়ে যেতে না হয়', আশীর্বাদ ভাঙার যন্ত্রণা শেষ করে দেয় নায়িকাকে, তারপর?

Advertisment

পরিচালনার পাশাপাশি তিনি ছিলেন দক্ষ চিত্রনাট্যকারও। তাঁর কলমে জন্ম নিয়েছে বহু উল্লেখযোগ্য ছবি, যার মধ্যে রয়েছে পুলিশ স্টোরি (১৯৯৬), অগ্নি আইপিএস (১৯৯৭), ধৈর্য (১৯৯৭), সিংহদা মারি (১৯৯৭), হ্যায় ব্যাঙ্গালোর (১৯৯৭), স্বাধীনতা দিবস (২০০০), মান্ড্যা (২০০৬), তিরুপতি (২০০৬) এবং পুলিশ স্টোরি ২ (২০০৭)।

তবে দুঃখজনক বিষয় হলো, এই বিখ্যাত চলচ্চিত্র নির্মাতার মরদেহ দাবি করতে পরিবারের কেউ এগিয়ে আসেননি। জানা গেছে, ডেভিডের বোন বর্তমানে উদুপির কাপুতে থাকেন এবং ভ্রমণ করতে অক্ষম হওয়ায় তিনি পুলিশকে স্থানীয়ভাবে শেষকৃত্যের ব্যবস্থা করার অনুরোধ করেছেন। ফলে মরদেহ আপাতত শহরের ভিক্টোরিয়া হাসপাতালে রাখা হয়েছে, যতক্ষণ না চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

অনন্য গল্প বলার ক্ষমতা এবং পরিচালনার দক্ষতার জন্য এসএস ডেভিড কন্নড় চলচ্চিত্র জগতে এক অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। তাঁর প্রয়াণে চলচ্চিত্রপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন এবং তাঁর অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন। 

Entertainment News Entertainment News Today actor death news