Advertisment

Samarth Jurel Accident: অপেক্ষার মাত্র তিন দিন, সম্প্রচারের আগে ফের লাফটার শেফের সেটে দুর্ঘটনা

Samarth Jurel MasterChef: লাফটার শেফের সেটে দুর্ঘটনার কবলে এক প্রতিযোগী। তেজস্বী প্রকাশের পর এবার রান্না করতে গিয়ে কার সঙ্গে ঘটল অঘটন?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Samarth Jurel

সম্প্রচারের আগে ফের লাফটার শেফের সেটে দুর্ঘটনা

Samarth Jurel Accident On Celebrity MasterChef Season 2 : বিগ বস ১৭-এর ঘরের অত্যন্ত প্রিয় সদস্য ছিলেন সমর্থ জুরেল। সলমানের সঙ্গে বিগ বসে অংশগ্রহণের পরই রাতারাতি জনপ্রিয় হয়ে যান সমর্থ। এই মুহূর্তে লাফটার শেফের দ্বিতীয় পর্বের শ্যুটিং করছেন। সেটেই ঘটল দুর্ঘটনা। লাফটার শেফ সিজন ২-এ রান্না করার দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে হাত পুড়ে যায় সমর্থের।

Advertisment

পরিস্থিতি যখন হাতের বাইরে তখন অ্যালার্ম বাজিয়ে ক্রু মেম্বার ও দর্শকদের ডাকেন। সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিম সেখানে পৌঁছে যায়। মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন সমর্থ। আশা করছেন শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আগামী ২৭ জানুয়ারি শুরু হবে 'লাফটার শেফ সিজন ২'। 

Advertisment

হাসি-মজার মধ্যে দিয়ে লাফটার শেফে রান্না করা একটা বিরাট চ্যালেঞ্জ। তারই প্র্যাকটিস করছিলেন সমর্থ। তখনই হাত পুড়ে যায় অভিনেতার। তবুও দর্শককে বিনোদন দেওয়া থেকে বিরত থাকেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাঁর সুস্থতা কামনা করেছেন।

লাফটার শেফ সিজন ২-এ সমর্থ জুরেলের বিপরীতে থাকছেন অভিষেক কুমার। এই জুটি একশো শতাংশ বিনোদন দেবে বলেই আশাবাদী শোয়ের দর্শকরা। লাফটার শেফ সিজন ২-এর শ্যুটিংয়ের সময় হাত পুড়িয়ে ফেলেছেন আরও এক প্রতিযোগী 'নাগিন ৬' খ্যাত অভিনেত্রী তেজস্বী প্রকাশ। 

২৮ ডিসেম্বর প্যাপেদের ক্যামেরাতেই ধরা পড়েছিল হাতের পুড়ে যাওয়া অংশ। ধূসর বর্ণের জগার্স আর নীল টপে ক্যাজুয়াল লুকে ক্যামেরাবন্দির সময়ই পোড়া অংশ দেখে ছবি শিকারিরা তাঁর কাছে জানতে চেয়েছিলেন কী হয়েছে। তেজস্বী জানান, রিয়্যালিটি শো মাস্টারশেফ-এ রান্না করতে গিয়েই ঘটেছে বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় পোড়া অংশের ছবি পোস্ট করে লেখেন, 'দ্য শো মাস্ট গো অন'।

প্রসঙ্গত, পপুলার রিয়্যালিটি শো 'সেলিব্রিটি মাস্টারশেফ'-এ অংশ নিয়েছেন তেজস্বী প্রকাশ। ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করে লিখেছিলেন, 'গ্যাসের আগুনে হাত পুড়ে গিয়েছে।' পাপারাৎজ্জিদের ক্যামেরায় তেজস্বীর হাতের পোড়া অংশে মলমও দৃশ্যমান।

রান্নার প্রতিও যে সেলেবদের একটা অমোঘ আকর্ষণ থাকে সেটার প্রমাণ এই কুকিং শো। তাঁরা নিজেদের প্রতিভাকে এখানে মেলে ধরেন। ভিন্ন স্বাদের রান্না করে প্রতিযোগীতায় টিকে থাকার লড়াইয়ে সামিল হন রুপোলি দুনিয়ার সেলেবরা। নতুন সিজনের অপেক্ষায় দর্শক।

আরও পড়ুন: 'সেলিব্রিটি মাস্টারশেফ'-র সেটে অঘটন, রান্না করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে জনপ্রিয় অভিনেত্রী

reality show Hindi Television Celebrity MasterChef Celebrity MasterChef season 2
Advertisment