Advertisment
Presenting Partner
Desktop GIF

Chaalchitro The frame fatale : থ্রিলারে টোটা-একেন-রাইমা, বড়দিনে বড় উপহার চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটালে, মুক্তি কবে?

Chaalchitro The frame fatale Poster Launced : শীতের মরশুমে, বলা ভালো উৎসবের আমেজে বাংলা ছবির দর্শকের জন্য বিরাট উপহার নিয়ে আসছেন পরিচালক প্রতিম ডি গুপ্তা। ক্রিসমাসের আগেই মুক্তি পাবে থ্রিলার মুভি চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটালে। হয়ে গেল সিনেমার পোস্টার লঞ্চের অনুষ্ঠান।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
বড়দিনে বড় উপহার চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটালে

বড়দিনে বড় উপহার চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটালে

Chaalchitro The frame fatale Release Date : বড়দিনে বাংলা ছবির দর্শকের জন্য বড় উপহার নিয়ে আসছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। বড়দিনে বড় পর্দায় থ্রিলার ছবির স্বাদ আস্বাদন করবে দর্শক। সৌজন্যে প্রতিমের আপকামিং মুভি চালচিত্র  দ্য ফ্রেম ফ্যাটাল। মুক্তি পেল সিনেমার পোস্টার। সল্ট লেক সিটি সেন্টারে স্টার কাস্টের উপস্থিতিতে হয়ে গেল সিনেমার পোস্টার লঞ্চের অনুষ্ঠান। এরপরই সোশ্যাল মিডিয়ায় সিনেমার পোস্টার লঞ্চ করে ছবি মুক্তির দিনক্ষণ জানিয়ে দিলেন পরিচালক। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে প্রতিম ডি গুপ্তা পরিচালিত থ্রিলার ছবি চালচিত্র  দ্য ফ্রেম ফ্যাটালে। 

Advertisment


পোস্টার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্ল্যাম ডিভা রাইমা সেন, টোটা রায়চৌধুরী, অনির্বান চক্রবর্তী, শান্তনু মহেশ্বরী। দোসর পরিচালক প্রতিম ডি গুপ্তা এবং প্রযোজক ফিরদৌসুল হাসান। পোস্টারে চারজন পুলিশের ভূমিকায় দেখা যাচ্ছে টোটা, অনির্বান, শান্তনু ও ইন্দ্রজিৎ-কে। জমকালো এই পোস্টার লঞ্চের অনুষ্ঠানে তারকা সমাগম এবং ভক্তদের উন্মাদনা ছিল চোখে পরার মতো। 


চলচিত্র: দ্য ফ্রেম ফাটালে' কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের চারজন পুলিশের একটি দলের গল্প। যার নেতৃত্বে টোটা। এই ছবিতে টোটার চরিত্রের নাম কণিষ্ক। বাস্তবতা এবং প্রতারণার মধ্যে সূক্ষ্ম রেখাটি উন্মোচিত হবে প্রতিম ডি গুপ্তার নতুন ছবি চলচিত্র: দ্য ফ্রেম ফাটালে'-এ। মাস্টি স্টারকাস্ট ভিত্তিক এই ছবিতে টোটা, রাইমা ইন্দ্রজিৎ ছাড়াও রয়েছেন প্রিয়া ব্যানার্জী, স্বস্তিকা দত্ত, তনিকা বসুর মতো টলি সেলেবরা।

আরও পড়ুন: হাতে স্যালাইনের নল! হাসপাতালে লহমা, কী হয়েছে অভিনেত্রীর?


ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে দেবজ্যোতি মিশ্র। সম্পাদক অন্তরা লাহিড়ী। কস্টিউম ডিজাইনার জাতীয় পুরস্কার বিজয়ী সাবর্ণী দাস। পোস্টার লঞ্চ অনুষ্ঠানে পরিচালক প্রতিম ডি গুপ্তা বলেন,  'আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা দর্শককে জানাতে চাই, আগামী ২০ ডিসেম্বর আমাদের ছবি সিনেমা হল এ আসছে। সবাইকে বলতে চাই আমাদের ছবিতে অনেক নতুন চমক আছে। আমরা সবচেয়ে বড় পোস্টার দিয়ে প্রচার শুরু করছি'৷


ফিরদৌসুল হাসান বলেন, 'আমি সবসময়  ভাল মানের গল্পকেন্দ্রিক চলচ্চিত্র নির্মাণে বিশ্বাসী। চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটেলে হল আরেকটি ভিন্ন ঘরানার থ্রিলার ফিল্ম যা ২০শে ডিসেম্বর মুক্তি পাবে। আমরা সবাই এখন মুক্তির অপেক্ষায়। আমি বিশ্বাস করি এই ছবি দর্শকের ভালো লাগবে '। 

Bengali Film Industry Bengali Cinema Bengali Film Bengali Actress Bengali Actor Bengali News
Advertisment