Chaalchitro Trailer Launch Event: মহালয়ার দিন প্রকাশ্যে এসেছে প্রতিম ডি গুপ্তার আপকামিং মুভি চালচিত্রের টিজার। পুজোর আগে শহরের বুকে একের পর এক মহিলা খুনের ঘটনা। রহস্যের কিনারা করতে ময়দানে পুলিশবাহিনী। টিজেরেই পরিচালক বুঝিয়ে দিয়েছিলেন বাংলা ছবির ধারাবাহিকতার চেনা ছক ভেঙে একেবারে ভিন্ন স্বাদের গল্প বলবে প্রতিম ডি গুপ্তার চালচিত্র। রহস্য-রোমাঞ্চে ভরা টিজারের পর এবার মুক্তি পেল চালচিত্রর ট্রেলার। শহরের বুকে এক অভজাত মলে স্টার কাস্টের উপস্থিতিতে হয়ে গেল সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। এই পুলিশ অফিসারের সঙ্গে এই ছবিতে দর্শক দেখবে রাইমা সেন, স্বস্তিকা দত্তের মতো গ্ল্যাম ডলদেরও।
টোটা রায়চৌধুরীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন। আর শান্তনু মাহেশ্বরীর প্রেমিকার ভূমিকায় স্বস্তিকা। চালচিত্রের মাধ্যমে বাংলা ছবিতে অভিষেক শান্তনুর। এছাড়াও এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ ওপার বাংলার অভিনেতা অপূর্ব। তিন বছর পর বাংলা ছবিতে কামব্যাক করে রহস্য-রোমাঞ্চের চাদরে দর্শককে আষ্টেপিষ্টে বেঁধে ফেলতে পারেন কিনা সেটা তো সময় বলবে। তার আগে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে বাংলা ছবির দর্শকের উদ্দেশে কী বললেন পরিচালক প্রতিম ডি গুপ্তা?
তিনি বলেন, 'আমার মনে হয় চালচিত্রের ট্রেলার ডার্ক থ্রিলারের প্রথম ঝলক। এই ট্রেলার দেখে দর্শক বুঝতে পারবে প্রতিটি পরতে রহস্য-রোমাঞ্চের ছোঁয়া রয়েছে। তারকাখচিত রোলারকোস্টার মুহূর্ত এবারের শীতে বাংলা ছবির দর্শকের বিশেষ উপহার।' টোটার রিল লাইফ স্ত্রী রাইমা সেন বলেন, 'ট্রেলার দেখে দর্শকের যতটা ভাল লাগবে পুরো সিনেমাটা দর্শকের কাছে নিঃসন্দেহে বড় প্রাপ্তি হবে। আমি আগামী শুক্রবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই ছবি বাংলা সিনেমার চেনা ছবিকে বদলে দেবে বলে আমার বিশ্বাস। এই ছবির অংশ হতে পেরে আমি গর্বিত।'
পুলিশের উপর সাধারণ মানুষ আস্থা হারাচ্ছে? এই প্রসঙ্গে টোটা বলেন, 'অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পুলিশ তার কাজ করে। অনেক সময় পুলিসবাহিনীর কাজ হয়তো আমজনতার ভাল লাগে না। পুলিশের কাজে অসন্তুষ্ট হয়। তবুও তারা তাঁদের কাজ করে যান। এই বিষয়টাকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই'। শহরের বুকে একের পর এক মহিলা খুন। আরজি কর আবহে এই ছবিটা কতটা প্রাসঙ্গিক? এই প্রশ্নের প্রেক্ষিতে টোটার সাফ জবাব, 'আরজি কর ইস্যু একটা অত্যন্ত সংবেদনশীল। সিনেমার সঙ্গে কোনওভাবেই জড়াতে চাই না'।
কমেডি, রোম্যান্টিক না রহস্য-রোমাঞ্চের মোড়া সিনেমা আজকের দর্শক উপভোগ করে? টোটা বলেন, রহস্য গল্পের স্বাদ কিন্তু, যুগে যুগে দর্শক উপভোগ করে আসছে। অনেক ছবি কালজয়ী ছবির তকমাও পেয়েছে। তবে সেই সঙ্গে পারিবারি ও অন্য ধরনের ছবিও দেখতে ভালবাসে এই প্রজন্ম। অনির্বাণের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, 'ওঁর মধ্যে একটা পজেটিভ এনার্জি আছে। যখনই কাজ করি আমার একটা ভাললাগা তৈরি হয়'।