ভিকি কৌশল এখন জীবনের আনন্দ উপভোগ করছেন। কারণ, ছাভা সারা দেশজুড়ে যে ধরনের প্রশংসা পাচ্ছে, বিশেষ করে ভিকি কৌশল নিজের অভিনয়ের জন্য নাকি জাতীয় পুরস্কার দাবি রাখেন, এমনটাই বলছেন তাঁর ভক্তরা। ছত্রপতি সম্ভাজি হিসেবে তিনি সকলের মনে জায়গা করে নিয়েছেন। মারাঠা সাম্রাজ্যের এক ভয়ঙ্কর দিকের সঙ্গে সঙ্গে হিন্দুদের প্রতি অত্যাচারের এক দৃশ্য তুলে ধরেছে এই ছবি।
মুঘল সাম্রাজ্যের অত্যাচারের সঙ্গে সঙ্গে মারাঠা বীরের এক অনন্য গাঁথা এই ছবি। যদিও, বহু সমালোচক জানিয়েছেন, যে এই ছবিতে একটু অতিরিক্ত দেখানো চেষ্টা করা হয়েছে। অনেকে এও বলেছিলেন, যে সেসময় এত ভয়ঙ্কর কিছু হয়নি, বেশি বেশীই দেখানো হয়েছে এই ছবিতে। কেউ কেউ তো একে প্রোপাগান্ডা ফিল্ম হিসেবেও দেখানো হয়েছে বলেও দাবি করেছেন। এবার, স্বরা ভাস্কর ভিকি কৌশলের সাফল্য দেখে এবং ছবি দেখে মুখ খুলেছেন।
স্বরা যেকোনও বিষয়েই মন্তব্য রাখেন। তাঁর ভীষণ ঠোঁটকাটা মন্তব্যের কারণেও বেশ সমস্যায় পড়েন। যদিও, বা মুসলিমকে বিয়ে করার দরুন, তাঁকে নানা কটাক্ষের মুখোমুখি পড়তে হয়েছিল। সন্তান হওয়ার পর তো আরও সমালোচনা হয় তাঁকে নিয়ে। কিন্তু, তিনি থামেন নি। বরং স্বরা এবার ছাভা দেখে সমাজ মাধ্যমে লিখে ফেলেছেন এমন কিছু, যেটা আবারও বিতর্কের জন্ম দিয়েছে। তিনি লিখছেন...
আরও পড়ুন - Aparajita Adhya-Maha kumbh: মহাকুম্ভে অপরাজিতা, পুণ্যস্নানে গিয়ে নেচে গেয়ে অস্থির অভিনেত্রী...
"যে সমাজ ৫০০ বছর আগে হিন্দুদের উপর সংঘটিত অত্যন্ত কাল্পনিক চলচ্চিত্রের নির্যাতনে বেশি ক্ষুব্ধ হয়, পদদলিত হওয়া এবং অব্যবস্থাপনার ফলে সৃষ্ট ভয়ঙ্কর মৃত্যুর কারণে এবং তারপরে জেসিবি বুলডোজার দিয়ে মৃতদেহ ফেলে দেওয়ার অভিযোগ সবটা মেনে নেয়, সেই সমাজটি মনে এবং আত্মায় এখনও মৃত।" এদিকে, স্বরা এহেন মন্তব্য করতেই রেগে আগুন বেশিরভাগ। কেউ কেউ তাঁর মুসলিম হওয়ার ঘটনায় নানা মন্তব্য করেছেন।
অভিনেত্রীকে বেশিরভাগ বলেছেন, একজন ধর্মান্তরিত মহিলা এত কথা বলছেন কেন? ভারতবর্ষের ইতিহাসের এহেন জ্বালাময় অধ্যায় তো আপনাদের ভাল লাগবে না। আবার কেউ বললেন, আপনি তো ইসলাম গ্রহণ করেছেন, তাহলে নিজের স্বল্পবুদ্ধি অন্য জায়গায় শোনানোর কী আছে? আবার কেউ বললেন, এতো আলাদাই আপনি? এত সমস্যা কেন হচ্ছে? কারওর কথায়, আপনার মানসিক স্থিতি খারাপ হয়ে গিয়েছে।