দিন কয়েক আগেই জানা গিয়েছিল যে, অসুস্থ চঞ্চল চৌধুরি বাবা রাধাগোবিন্দ চৌধুরি। বাবার সঙ্গে ইনস্টাগ্রামে আবেগঘন ছবিও পোস্ট করেছিলেন। তবে হাসপাতালে দিন কয়েক লড়াই চালিয়ে গেলেও শেষ রক্ষা আর হল না! বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চঞ্চল চৌধুরির বাবা।
মৃত্যুকালে রাধাগোবিন্দ চৌধুরির বয়স হয়েছিল ৯০। বার্ধক্যজনিত সমস্যা ছিলই। তবে দিন কয়েক আগে আচমকাই সেরিব্রাল অ্যাটাক হয়। তখনই তড়িঘড়ি ঢাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
<আরও পড়ুন: ‘বাচ্চা চাই, মাকে নয়’, বাবা হতে চেয়ে এ কী বললেন সলমন খান?>
প্রসঙ্গত, দিন কয়েক আগেই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল হাওয়া। বাবার অসুস্থতার জন্যই সিনেমার আগে হওয়া সাংবাদিক বৈঠকেও থাকতে পারেননি চঞ্চল। তবে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা। চঞ্চল চৌধুরীর বাবার শেষকৃত্য হবে তাঁদের গ্রামের বাড়ি পাবনার কামারহাটে।
এর আগে কলকাতায় আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে হাওয়া প্রদর্শিত হওয়ায় চঞ্চল চৌধুরির জন্য় নন্দন চত্বরে ভীড় উপচে পড়েছিল।