Advertisment
Presenting Partner
Desktop GIF

'বঙ্গবন্ধুকে ধারণ করা অভিনেতাদের সম্ভব না..', আরিফিন শুভর পাশে দাঁড়ালেন চঞ্চল

মৃণাল সেনের ভুমিকায় অভিনয় করতে গিয়েই হাবুডুবু খেয়েছেন চঞ্চল, তাই তো শুভর চাপটা বুঝেছেন তিনি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sheikh mujibur Rahman, Sheikh Hasina, chanchal chowdhury, arefin shuvo, mujib ekti jatir rupokar, বঙ্গবন্ধু, মুজিবুর রহমান, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

কী বলছেন চঞ্চল?

আরিফিন শুভকে নিয়ে জোরালো চর্চা! কারণ, মুজিবুর রহমানের চরিত্রে তাঁর উপস্থাপনা নিয়ে অনেকেই নানা মন্তব্য করেছেন। বঙ্গবন্ধু হিসেবে তাঁকে একেবারেই মানাচ্ছে না। এমনকি, ছবির অন্যান্য কলাকুশলীদের নিয়েও নানা হট্টগোল। কাজ করেছেন জায়েদ খান থেকে সিয়াম আহমেদের মত ওপার বাংলার তারকারা।

Advertisment

আরিফিন শুভ তাও আবার বঙ্গবন্ধুর চরিত্রে। ভারী মেকাপ, চেহারায় স্থূলতা, দেখতে কিছুটা এক লাগলেও অভিনেতার সংলাপ বলার ধরণ দেখে মোটেই খুশি হননি বাংলাদেশের তারকারা। কিন্তু, এবার তাঁর পাশে দাঁড়ালেন চঞ্চল চৌধুরী। ছবিতে বঙ্গবন্ধুর বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাই, চাপটা কতটা ভালই বুঝতে পারছেন। অভিনেতার কথায়...

বায়োপিকে কাজ করা সবচেয়ে কঠিন। সহজে এটা রপ্ত করা যায় না। জীবনের সবটুকু দিয়ে দিলেওনটা সম্ভব না। চঞ্চল হাত ধরলেন শুভর! শেখ মুজিবুর হতে গিয়ে কীভাবে দিনের পর দিন নিজেকে পুড়িয়েছেন সেকথা জানিয়েছেন তিনি। চঞ্চল বলেন... "ও যে চাপটা আজ বুঝতে পারছে আমি সেটা বুঝতে পেরেছিলাম যখন পদাতিক করতে যাই। কাল্পনিক একটা চরিত্র মানুষের মধ্যে সহজে ঢুকে যায়। কিন্তু বায়োপিক মানে একটা মানুষ তাঁকে নিজের মধ্যে নিয়ে নেওয়া। আমি তো ওই মানুষটা না! সহজ হয় না ব্যাপারটা। আর আমার মতে, পৃথিবীর কোনও অভিনেতার বঙ্গবন্ধুকে ধারণ করার ক্ষমতা নেই।"

চঞ্চলের এই কথায় সায় দেন শুভ। টানা সাড়ে তিন মাস কাজ করেছেন শুভ। বাংলাদেশের কোণায় কোণায় ছড়িয়ে আছে তাঁর স্মৃতি। তিনি জাতির রূপকার, আসলেই.. একটা দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে সমস্ত কিছু বিসর্জন দিয়েছিলেন। চঞ্চলের মতামত অনুযায়ী, "কতটা কার সঙ্গে কী ম্যাচ করল এটা না দেখে, গল্পের আসল সত্যটা দেখানো হয়েছে কিনা সেটাই সবথেকে বড় বিষয়। এমনকি, এই যুব সমাজের কাছে এটা তুলে ধরা খুব দরকার।"

আরও পড়ুন - ভোট ছাড়াই মন্ত্রী এবার…? রিল-রিয়েল দুই শেখ হাসিনা একসঙ্গে, বিপাকে নুসরত ফারিয়া!

যেদিন থেকে শুনেছিলেন এমন একটা ছবি তৈরি করা হচ্ছে সেদিন থেকেই চেয়েছিলেন মুজিব ছবির অংশ হতে। শেষ মুহূর্তে ডাক পেয়েছিলেন বঙ্গবন্ধুর পিতার চরিত্রে অভিনয় করার। সেই সুযোগ আর হাতছাড়া করেননি। ছবিতে বিতর্ক নুসরত ফারিয়াকে নিয়েও। কারণ, তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন।

উল্লেখ্য, গতকাল বিশেষ স্ক্রিনিং উপলক্ষে হাজির ছিল প্রায় গোটা ঢালিউড। সেখানেই জায়েদ খান জানান, ছবিটা এত ভাল লেগেছে যে প্রধানমন্ত্রী আসলেই কাঁদছিলেন। একটা গাছও বোধহয়, সাক্ষী হয়ে থাকল, এসবের।

tollywood Entertainment News chanchal chowdhury
Advertisment