অভিনেতা চন্দন রায় সান্যাল আপাতত ব্যস্ত হরর-কমেডি চিত্রনাট্য লিখতে, লকডাউনের পর এটি নিয়েই কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। ইন্ডিয়ান এক্সপ্রেসের ফেসবুক পেজে লাইভ করার সময় শেয়ার করলেন সিনেমার থেকে তাঁর বেশি পছন্দের প্ল্যাটফর্ম ওয়েব। এদিন তিনি কথা বললেন, তাঁর অনুপ্রেরণা এবং কোন কোন কাজ করতে চান সে প্রসঙ্গে।
লকডাউনে নিজেকে ব্যস্ত রাখছেন কীভাবে?
কিছু গল্প লিখেছি এবং আশা করছি লকডাউনের পর সেগুলোর উপর ছবি তৈরি করতে পারব। এটা একটা হরর কমেডি। ভবিষ্যতে আমার লক্ষ্যই বলতে পারেন, নিজের ছবি বানাতে চাই।
আপনি পরে বেশকিছু ওয়েব শো করেছেন, তার কোনও বিশেষ কারণ রয়েছে?
বিগত ১০ বছরে, আমি অনেক ছবি করেছি তা নয়, আর সে কারণেই আমি ''জনপ্রিয় অভিনেতা'' নই। তবে যে করেই হোক নিজের খাবারটুকু জুটিয়ে নিতে পারছি। কিছু ভাল কাজও পেয়েছি অনলাইনে। সত্যিই ওয়েব আমাকে ছবির তুলনায় অনেক ভাল কনটেন্ট দিয়েছে। ওটিটি প্ল্যাটর্ফমে আমার সে রকম কিছু কাজ দেখতে পারেন। এমএক্সপ্লেয়ারে 'চিজকেক', জি ফাইভে 'ভ্রম', আমার পরের সিরিজ 'কালি টু'- ৮ মে থেকে আসছে। ইউটিউবে শর্টফিল্মও দেখে ননিতে পারে। 'কালি টু' ছাড়াও আসছে প্রকাশ ঝা-র পরিচালনায় 'আশ্রম'।
আরও পড়ুন, করোনা হানা দেবলীনা ভট্টাচার্যের বাড়িতে, সিল করা হল অভিনেত্রীর আবাসন
আপনার ডেবিউ ছবি বিশাল ভরদ্বাজের 'কামিনে' সাড়া জাগিয়েছিল। তারপরে আপনি সেই ধরনের চরিত্র আর পেয়েছিলেন?
কামিনে-র পরে কিছু ওই ধরনের চরিত্র পেয়েছিলাম কিন্তু সেগুলো করতে রাজি হইনি। কারণ টাইপকাস্ট হতে চাইনি।
এখনও পর্যন্ত কেরিয়ারে কোনও আফসোস রয়েছে?
আামি সে রকম মানুষ নই যে না পাওয়াগুলো আঁকড়ে রাখে। আমি জানি কোথায় পৌঁছতে চাই এবং সেখানে কোনও না কোনওদিন পৌঁছব। আমার কাজ করার পদ্ধতি আলাদ, তাছাড়া বলতে পারেন লক্ষ্যে পৌঁছনর জন্য সময় নিতে চাই।
এরকম কোনও ছবি, যা আপনার মনে হয়েছে আরও বেশি প্রাপ্য ছিল?
প্রাগ। নেটফ্লিক্সে আমার এই ছবিটার কথা মনে হয় কিন্তু কেউ ছবিটা দেখল না ভীষণ খারাপ লেগেছে। খুব খেটেছিলাম।
আপনার অনুপ্রেরণা কে?
গুরু দত্ত এবং রাজ কাপুর। বিজয় আনন্দ, মনোজ কুমার, বিমল রায়, রাজ খোসলা ও মনমোহন দেসাই-ও সমানভাবে। আর কে স্টুডিও-র মতো নিজের একটা স্টুডিও বানাতে চাই। ওনাদের সঙ্গে নিজেকে মেলাতে পারি।
আরও পড়ুন, লকডাউন পরবর্তীতে অভিনেতাদের পারিশ্রমিকে কাটছাঁট
কোনও অভিনেতার সঙ্গে কাজ করার ইচ্ছে?
কমল হাসান,ওনার সঙ্গে কাজ করতে চাই।
কোনও সহ-অভিনেতা, যার কাছ থেকে প্রচুর শিখেছেন?
শাহরুখ খানের কাছ থেকে অনেক কিছু শিখেছি, শুধু ক্রাফ্ট নয়, কীভাবে একজন নিজের জীবনে থাকতে পারে সেটা শেখার। ওনার ব্যবহার, যেভাবে তাঁর চারপাশে থাকা প্রত্যেকের খেয়াল রাখেন, এ সবকিছু উদ্বুদ্ধ করে।
কোনও পরিচালকের সঙ্গে কাজ করার সাধ অপূর্ণ রয়েছে?
আমি মিরা নায়ার ও শেখর কাপুরের ভক্ত। এই দু'জনে ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়েছেন। সত্যিই তাঁদের সঙ্গে কাজ করতে চাই। মিরা নায়ারের 'অ্যা সুইটেবল বয়' দেখার জন্য অপেক্ষা করে আছি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন