Chandan sen: 'গণতন্ত্রের ছাপ্পা', তালিবানি মিটিং-এ মহিলা সাংবাদিকদের প্রবেশে মানা, তীব্র ধিক্কার চন্দন সেনের

নারীরা এখন সমস্ত পদে সম্মানের সঙ্গে চাকরি করছেন, বা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছেন সেখানে এই কাজ একেবারেই অপ্রয়োজনীয় এমনও দাবি করেছেন অনেকে। এদিকে টলিপাড়ার অভিনেতা চন্দন সেন এই ঘটনায় কী বলছেন?

নারীরা এখন সমস্ত পদে সম্মানের সঙ্গে চাকরি করছেন, বা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছেন সেখানে এই কাজ একেবারেই অপ্রয়োজনীয় এমনও দাবি করেছেন অনেকে। এদিকে টলিপাড়ার অভিনেতা চন্দন সেন এই ঘটনায় কী বলছেন?

author-image
Anurupa Chakraborty
New Update
chandan

কী বলছেন চন্দন?

Chandan Sen-IndiaTaliban: ভারত কি সত্যিই গণতান্ত্রিক দেশ? প্রশ্ন উঠছে। বিশেষ করে সেদিনের একটা ঘটনা অর্থাৎ দিল্লিতে তালিবান নেতৃত্বাধীন সরকার, যে মিটিং করে সেখানে ঢুকতে দেওয়া হয় না ভারতের মহিলা সাংবাদিকদের। সেই নিয়ে ছিঃ ছিঃ হয়, পরবর্তীতে তাঁরা মাথানত করে নিজেদের ভুল স্বীকার করলেও ভারতের যে এই দাবি মানা উচিত হয়নি এমনটাই বক্তব্য বেশিরভাগের। 

Advertisment

এই দাবি মেনে নেওয়া ভারতীয় নারীদের অপমান বলেই অনেকে দাবি করেছেন। যেখানে ভারতের বুকে নারীরা এখন সমস্ত পদে সম্মানের সঙ্গে চাকরি করছেন, বা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছেন সেখানে এই কাজ একেবারেই অপ্রয়োজনীয় এমনও দাবি করেছেন অনেকে। এদিকে টলিপাড়ার অভিনেতা চন্দন সেন এই ঘটনায় কী বলছেন? তাঁর বক্তব্য কী? 

North Bengal-Tollywood: প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ, লক্ষ লক্ষ টাকা ত্রান তহবিলে দান টলিপাড়ার

Advertisment

অভিনেতা বলছেন, "এটা তো নিঃসন্দেহে খুব অদ্ভুত ঘটনা। যদিও ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না, কিন্তু ছাপ্পা মারা রয়েছে তো গনতন্ত্র হিসেবেই, অবশিষ্ট আর কিছুই নেই। আমাদের রাজ্য কিংবা দেশ কোথাও নেই। কিন্তু আমাদের দেশে সাংবাদিক সম্মেলনে, মহিলাদের ঢুকতে দেবে কি দেবে না সেটা বাইরের দেশের সরকার ঠিক করবে আর আমরা সেটা গ্রহণ করব, এটা খুব অদ্ভুতুড়ে।" কিন্তু ভারতের কাছে যে এটাই গ্রহণযোগ্য সে কথাও সোজা জানালেন তিনি। বলছেন.. 

"যেখানে এই ঘটনা ঘটছিল, তাঁর কিছু দূরেই তো মহিলাদের মুখে বুট ছুঁড়ে মারা হচ্ছিল। এটা খুবই স্বাভাবিক এদেশে। সারা পৃথিবীতে এর থেকে আর লজ্জার কিছু থাকল না বোধহয়। খুব অদ্ভুত বিষয়।" 

Taliban Force Taliban Government India-Taliban chandan sen