/indian-express-bangla/media/media_files/2025/10/16/swarup-2025-10-16-17-57-44.png)
কত টাকা দেওয়া হচ্ছে উত্তরে?
North Bengal Flood-Tollywood: শেষ কিছুদিনে উত্তরবঙ্গ বারবার নজরে এসেছে। কারণ, প্রাকৃতিক দুজ্যোগ। ধসে-বন্যায় প্রায় বেশিরভাগ এলাকা শেষ। মানুষের প্রাণহানির সঙ্গে সঙ্গে তাঁরা যেভাবে নিজেদের অনেককিছু হারিয়েছেন, তা দেখে চোখে জল আসতে ব্যাস্ত। বাংলার যে এলাকা এত সুন্দর যেখানে চোখ রাখলে শান্তির নিঃশ্বাস পরে মানুষের, সেই পাহাড়-কে এভাবে ভেঙেড়তে দেখে অনেকেরই মন কেঁদে উঠেছিল।
এদিকে, যখন উত্তরবঙ্গ কাঁদছিল, শহর কলকাতায় সেদিন পুজোর কার্নিভাল। এই নিয়ে নানা সমালোচনা হয়। কেউ কেউ এমনও বলেছিলেন এমন কাণ্ড না করলেও হত। এমনকি, কেউ কেউ তারকা যারা উপস্থিত ছিলেন সেই সময়, তাঁরা পর্যন্ত কটাক্ষের শিকার হয়েছেন। কেউ বলেছেন, তাঁদের মনুষ্যত্ব খোয়া গিয়েছে, আবার কেউ নানা বিশেষণ প্রয়োগ করেছেন। কিন্তু তারপরেই ইন্ডাস্ট্রির তরফে জানানো হয় টলিপাড়ার সকলে মিলিত সহযোগে নিজেদের মতো করে সাহায্য করেই ফান্ড তুলছেন। তাঁরা সেই টাকা উত্তরে পাঠাবেন সাহায্যের জন্য।
এবং জানা যাচ্ছে ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে আছেন যারা, তাঁরা প্রত্যেকেই নিজের মতো করে টাকা দিয়ে সেই ফান্ডে জমা করেছেন। এবং কত টাকা তাঁরা তুলে দেবেন তাঁরা? সাংবাদিক সম্মেলনে, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, টলিউডের কর্মরত কলাকুশলীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ সাহায্য করেছেন। কেউ ৫০০ টাকা, কেউ ১,০০০ টাকা, কেউ আবার ২,০০০ টাকা পর্যন্ত দিয়েছেন।
ইমপা (ফিল্ম প্রযোজক, ডিস্ট্রিবিউটর ও এক্সিবিটর সংস্থা), মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছে ৫ লক্ষ ১১ হাজার টাকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রাজ চক্রবর্তী প্রত্যেকে ১ লক্ষ টাকা করে দান করেছেন। ক্যামেলিয়া গ্রুপ একাই দিয়েছে ১০ লক্ষ টাকা। এছাড়াও চ্যানেল ও প্রযোজকদের তরফ থেকেও কেউ ৫০ হাজার, কেউ ১ লক্ষ টাকা পর্যন্ত অর্থসাহায্য এসেছে।
সব মিলিয়ে প্রায় ৩৩ লক্ষ টাকা রাজ্য সরকারের ‘রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল’-এ জমা দেওয়া হবে বলে জানান স্বরূপ বিশ্বাস। তিনি আরও বলেন, “এই কঠিন সময়ে টলিউডের প্রতিটি সদস্যের সংহতি এবং সহমর্মিতা আমাদের ভাবতে বাধ্য করেছে যে সকলে একসঙ্গে আছেন। শিল্পী থেকে টেকনিশিয়ান, সকলে একসঙ্গে এগিয়ে এসেছেন উত্তরবঙ্গের মানুষের পাশে।”
স্বরূপ বিশ্বাস আরও জানান, ভবিষ্যতেও সমাজের পাশে থেকে এ ধরনের উদ্যোগে সদা সচেষ্ট থাকব। আমি চ্যানেল, প্রযোজক, এবং কলাকুশলী সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের লক্ষ্য ছিল ১০ থেকে ১৫ লক্ষ টাকা তোলা। কিন্তু সেখানে ৩৩ লক্ষ টাকা উঠেছে। আরও সাহায্য আসার কথা রয়েছে। এই টাকা আমরা মুখ্যমন্ত্রীর তহবিলে তুলে দেব।