Chandan Sen-Rudraprasad Sengupta: আমার শিক্ষক যখন এই ধরনের মন্তব্য করেন ছাত্র হিসেবে বিব্রত ও বিষন্ন হই: চন্দন সেন

Chandan Sen: প্রয়াত কিংবদন্তী অভিনেতা উৎপল দত্ত প্রসঙ্গে সম্প্রতি এক সংবাদমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে নাট্যকার ও অভিনেতা চন্দন সেন বললেন, 'বিস্ময় ও বিব্রত হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না।

Chandan Sen: প্রয়াত কিংবদন্তী অভিনেতা উৎপল দত্ত প্রসঙ্গে সম্প্রতি এক সংবাদমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে নাট্যকার ও অভিনেতা চন্দন সেন বললেন, 'বিস্ময় ও বিব্রত হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
রুদ্রপ্রসাদের মন্তব্যে চূড়ান্ত হতাশ নাট্যকর্মী ও অভিনেতা চন্দন সেন

রুদ্রপ্রসাদের মন্তব্যে চূড়ান্ত হতাশ নাট্যকর্মী ও অভিনেতা চন্দন সেন

Rudraprasad Sengupta-Utpal Dutt: রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ও উৎপল দত্ত এই দুটো নাম বাংলা সিনেমা ও সংস্কৃতির সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। দুজনেই নাট্যজগতের স্বনামধন্য ব্যক্তি। নাট্যমঞ্চে পারফর্মের পাশাপাশি বড় পর্দার কৌতুকাভিনেতা হিসেবেও দর্শকের মুখে হাসি ফোটাতেন প্রয়াত কিংবদন্তী অভিনেতা উৎপল দত্ত। তিনি কিন্তু শুধু একজন কৌতুক অভিনেতাই ছিলেন না, গুরুগম্ভীর চরিত্রেও উৎপল দত্তের জনপ্রিয়তা আসমুদ্র হিমাচল বিস্তৃত। উৎপল দত্ত অভিনীত 'আগন্তুক', 'হীরক রাজার দেশে'-এর মতো অসংখ্য কালজয়ী সিনেমা বাঙালি দর্শকের হৃদয়ে গেঁথে রয়েছে। তাঁর মতো একজন লেজেন্ডারি অভিনেতা ও নাট্যব্যক্তিত্বকে রাজনীতির রঙে রাঙিয়ে দিয়েছেন বিশিষ্ট নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। 

Advertisment

উৎপল দত্তের জন্মদিনে এক সংবাদমাধ্যমে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত লেখেন, 'উনি যে খুব বড় কমিউনিস্ট সেকথা বারবার তিনি প্রমাণ করার চেষ্টা করতেন। কিন্তু কেন? তাহলে কি মানুষ তাঁকে বামপন্থী ভাবতেন না? সেই কারণেই বারবার প্রমাণ করার চেষ্টা চালিয়ে যেতেন তিনি? এছাড়াও তিনি বলেন, "আমার অনুমান তিনি নিজেকে কমিউনিস্ট বলতেন, তাঁর সঙ্গে অভিনয় করতেন। সেটা করতে গিয়ে কয়েকটা খারাপ কাজ করতেন।  তাতে দেশের কোনও উপকার হত না।' তাঁর এই মন্তব্যে উত্তাল নাট্যজগৎ। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। অভিনেত্রী উশষী চক্রবর্তী, যিনি প্রয়াত বামপন্থী নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সুর চড়িয়েছেন। অন্যদিকে এই ঘটনায় চূড়ান্ত হতাশ নাট্যকর্মী ও অভিনেতা চন্দন সেন। 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেন, 'রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আমার শিক্ষক আর উৎপল দত্ত আমার নাট্যগুরু। আমার শিক্ষক (রুদ্রপ্রসাদ সেনগুপ্ত) যখন এই ধরনের মন্তব্য করেন তখন ছাত্র হিসেবে আমি খুব বিব্রত ও বিষন্ন হই। কারণ ওঁরা বাংলা থিয়েটারকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যেখান থেকে আমাদের মতো ছাত্ররা উত্তরাধিকার সূত্রে অসাধারণ কিছু শিক্ষা ও প্রযোজনা পেয়েছে। সেক্ষেত্রে আমার এক শিক্ষক অপর শিক্ষক সম্বন্ধে এই ধরনের কোনও মন্তব্য করেন তাতে আমার বিস্ময় ও বিব্রত হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না।' 

প্রসঙ্গত, প্রয়াত নাট্যকর্মী ও অভিনেতা উৎপল দত্তের মতো প্রবাদপ্রতীম শিল্পীকে বলেছেন, 'কৌতুকাভিনয়ে সঙ্গে সঙ্গে নগদ হাতে আসে। দর্শক দেখে, উপভোগ করে, অর্থ আসে হাতে হাতে। গভীর চরিত্রে সঙ্গে সঙ্গে নগদ আসে না হাতে। এই জায়গা থেকেই আমার উপলব্ধি, উৎপল দত্তের বোধহয় বন্ধু ছিল না কোনও। যাঁরা ছিলেন তাঁরা কেবলই ওঁর গুণগ্রাহী। বন্ধু নন। প্রকৃত বন্ধু তিনিই যিনি প্রশংসা করবেন অকুণ্ঠ, আবার সমালোচনাও করবেন কোনও ভয় না করে।' ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রুদ্রপ্রসাদের এই মন্তব্য প্রসঙ্গে অভিনেতা ও নাট্যকার কৌশিক সেন বলেছেন, 'রুদ্রপ্রসাদ সেনগুপ্তের অনেক গুণ রয়েছে কিন্তু ওঁর ভিতর অসূয়াটা অসুখের মতো বেড়ে যাচ্ছে।' 

Bengali Cinema bengali culture Bengali Film Industry Bengali Film Bengali Actor chandan sen rudraprasad sengupta Utpal Dutt