Advertisment

'কোরান-ই ওদের বিজ্ঞান...', ভারতের চন্দ্রযান সাফল্যে পাক-বাংলাদেশকে খোঁটা তসলিমার

১০০ বছরেও ওদের পক্ষে সম্ভব? প্রশ্ন তসলিমার

author-image
IE Bangla Entertainment Desk
New Update
isro, chadrayaan 3,taslima nasrin, taslima nasrin on chandrayaan 3, india in the moon, isro news, চন্দ্রযান ৩, ইসরো, isro chandrayaan 3, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

তসলিমার খোঁটা

চন্দ্রযান ৩ সফল। ২০১৯ এর ব্যর্থতা ঝেড়ে মুছে ফেলে আজ এক নয়া ইতিহাস গড়ল ভারত। পার্শ্ববর্তী দেশ থেকেও এল শুভেচ্ছা। শুধু তাই নয়, তসলিমা নাসরিন শুভেচ্ছার সঙ্গে সঙ্গে সমাজের কথাও বললেন।

Advertisment

বাংলাদেশের মানুষ তসলিমা। নানা সময়ে বিতর্ক ঘিরে থাকে তাঁকে। এবারও ভারতের সাফল্যে উচ্ছাস প্রকাশ করলেও বাংলাদেশের এবং পাকিস্তানের ব্যর্থতা আঙ্গুল দিয়ে দেখালেন তিনি। যেখানে, মানুষ খেতে পারছে না। অর্থাভাব, সেখানে পয়সা খরচ করে চাঁদে যাওয়া উচিত নাকি না? এই নিয়েও প্রশ্ন তুললেন তিনি। বললেন…

আরও পড়ুন - কটাক্ষ-বঞ্চনা অতীত? চন্দ্রযানের সাফল্যে যাদবপুরের পড়ুয়া, ‘আড়াল করার কিছু নেই..’, অকপট উষশী

"অনেকে বলবে, কত দারিদ্র, কত লোক খেতে পায় না, কত লোকের বাড়িতে টয়লেট নেই, কী দরকার চাঁদে গিয়ে, এত টাকা খরচ করে? আমি বলবো, বিজ্ঞানের অগ্রগতির দরকার সব সময়। একই সঙ্গে দারিদ্রও দূর করা দরকার। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতাও বাড়ানো দরকার। একটির উন্নতি করতে গেলে আরেকটির উন্নতি স্থগিত রাখতে হয় না।"

আরও পড়ুন - ফুটবলের পর ক্রিকেট বিশ্বকাপেও, বলিউড অভিনেত্রী উর্বশীর হাতেই হল শুভকাজ

কোরানে নিমগ্ন বাংলাদেশ এবং পাকিস্তান। তাদের পক্ষে আদৌ ১০০ বছর পরেও চাঁদে পা রাখা সম্ভব? ধর্মে ডুবে আছে তাঁরা? বিজ্ঞানকে দূরে সরিয়ে রেখে কেবল কোরানই তাঁদের বিজ্ঞান। তসলিমা বললেন.."ভারতের এককালের অংশ বাংলাদেশ এবং পাকিস্তানের কি আগামী ১০০ বছরে চাঁদে পা রাখা সম্ভব? না। তারা ধর্মে ডুবে আছে, বিজ্ঞানকে দূরে সরিয়ে। কোরানই নাকি তাদের বিজ্ঞান। যতদিন কোরান তাদের বিজ্ঞান শেখাবে, ততদিন তাদের দৌড় মসজিদ পর্যন্ত, চাঁদ বা মঙ্গলগ্রহ পর্যন্ত নয়।"

ভারতের আজ এক আনন্দের দিন। দীর্ঘদিনের প্রয়াস, ব্যর্থতা এবং সবকিছুর পরে আজ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরন। দেশের কাছে এ এক অনন্য আনন্দের দিন। তাই তো, রেষারেষি অশান্তি ভুলে তসলিমা বললেন…"ভারত এখন চাঁদে। চন্দ্রায়ন-৩ আলতো ভাবে চাঁদের গায়ে পা রাখলো এই মাত্র। অভিনন্দন ভারত।"

tollywood Chandrayaan 3 Taslima Nasrin Entertainment News
Advertisment