দেবের 'গোলন্দাজ' টিম তৈরি, প্রকাশ্যে তালিকা

ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে গিয়েছে ছবির প্রস্তুতি। এদিন প্রকাশ্যে এল পুরো 'গোলন্দাজ' টিম অর্থাৎ ছবির কাস্টিং তালিকা। এতদিনে প্রত্যেকেই জেনে গিয়েছেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় রয়েছেন দেব।

ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে গিয়েছে ছবির প্রস্তুতি। এদিন প্রকাশ্যে এল পুরো 'গোলন্দাজ' টিম অর্থাৎ ছবির কাস্টিং তালিকা। এতদিনে প্রত্যেকেই জেনে গিয়েছেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় রয়েছেন দেব।

author-image
IE Bangla Web Desk
New Update
golondanj

গোলন্দাজ-এর টিম তৈরি। ফোটো- এসফিএফ সোশাল মিডিয়া

বাঙালির ‘ফুটবল প্রিয়’ তকমাটা যে মানুষটার জন্য শুরু হল, তিনিই ইতিহাসের পাতায় হারিয়ে গিয়েছেন। ”তিনি তো যুগপুরুষ। কিন্তু ফুটবল পাগল এই জাতিটা মানুষটাকে ভুলে গিয়েছি, কী অদ্ভুত বিস্মৃতি না!” আক্ষেপের সুরে বলেছিলেন ধ্রুব। এখন প্রত্যেকে জানেন দেবকে সঙ্গে ধ্রুব পর্দায় আনছেন ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে।

Advertisment

এই ছবির মাধ্যমেই ফের ভেঙ্কটেশের সঙ্গে ফের একবার জোট বেঁধেছেন দেব। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে গিয়েছে ছবির প্রস্তুতি। এদিন প্রকাশ্যে এল পুরো 'গোলন্দাজ' টিম অর্থাৎ ছবির কাস্টিং তালিকা। এতদিনে প্রত্যেকেই জেনে গিয়েছেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় রয়েছেন দেব। ছবিতে শোভাবাজারের রাণি এবং নগেন্দ্রপ্রসাদের স্ত্রী কমলিনীর ভূমিকায় ঈশা সাহা। কমলিনীই ছিলেন নগেন্দ্রপ্রসাদের পাশে, যিনি সবসময় তাঁর পাশে ছিলেন।

আরও পড়ুন, কলকাতায় অভিষেক, শুভেচ্ছা বার্তা পাঠালেন শাহরুখ

Advertisment

তবে অনির্বাণ ভট্টাচার্য ছবির সারপ্রাইজ প্যাকেজ। প্রযোজনা সংস্থার ব্লু আইড বয় ছবিতে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী ভার্গবের ভূমিকায়। ছবিকে অন্য মাত্রা দেবে এই চরিত্র। ইন্দ্রাশিস রায় রয়েছেন জিতেন্দ্রর চরিত্রে। জিতেন্দ্র দেশের মাটির প্রতি টানই তাকে ব্রিটিশ বিরোধী করে তোলে। যদিও চরিত্রের নাম এখনও নিশ্চিত হয়নি তবে আমেরিকান অভিনেতা অ্যালেক্স ও নেইল রয়েছেন জ্যাকসন অর্থাৎ ব্রিটিশ ফুটবল দলের ইস্ট সারের অধিনায়ক হিসেবে।

এই ছবির আরও একটি চমক সূর্য কুমার সর্বাধিকারী ওরফে দেবের বাবার ভূমিকায় শ্রীকান্ত আচার্য। প্রসন্ন কুমার সর্বাধিকারীর চরিত্রে থাকছেন পরিচালক-অভিনেতা জয়দীপ মুখোপাধ্যায়। সূর্য কুমারের দাদা প্রসন্ন এবং নগেন্দ্রকে নিজের সন্তান স্নেহে দেখতেন।

আরও পড়ুন, নির্ভয়া কাণ্ডে কঙ্গনার উক্তিতে বিরক্ত স্বস্তিকা

নগেন্দ্রপ্রসাদের অনুজ ও বন্ধু বিনোদ, নবকুমার ও নাড়ু। বিনোদের চরিত্রে জন ভট্টাচার্য এবং নবকুমারের ভূমিকায় অভিনয় করছেন 'বিদায় ব্যোমকেশ' খ্যাত অনির্বাণ ভট্টাচার্য। তিনি ছবির সংলাপও লিখছেন। তবে নাড়ু-চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও ঠিক হয়নি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ ও গান লিখেছেন শ্রীজাত। ক্যামেরায় সৌমিক হালদার। ক্রীড়া সাংবাদিক দুলাল দে’র সঙ্গে জুটি বেঁধে গল্প লিখেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ১৮৯২ সালকেই ছবিতে তুলে ধরবেন পরিচালক, চলছে তারই প্রস্তুতি।

tollywood Dev SVF Bengali Cinema