ইমরান হাসমির নজরে এবার দেশের শিক্ষাব্যবস্থা

ইমরান হাসমির পরবর্তী ছবি চিট ইন্ডিয়া মুক্তি পাচ্ছে ২০১৯ এর ২৫ জানুয়ারী। এই ছবি হৃতিক রোশানের সুপার থার্টি ও কঙ্কনা রানাওয়াতের মনিকর্ণিকার সঙ্গে সম্মুখ সমরে নামছে বক্স অফিসে।

ইমরান হাসমির পরবর্তী ছবি চিট ইন্ডিয়া মুক্তি পাচ্ছে ২০১৯ এর ২৫ জানুয়ারী। এই ছবি হৃতিক রোশানের সুপার থার্টি ও কঙ্কনা রানাওয়াতের মনিকর্ণিকার সঙ্গে সম্মুখ সমরে নামছে বক্স অফিসে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এই ছবির ঝলক আমাদের ইমরান হাসমির জন্নত ছবিটার কথা মনে করিয়ে দেয়

ইমরান হাসমি অভিনীত চিট ইন্ডিয়া ছবির টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি। ছবিতে ইরমান হাসমির টার্গেট এবার শিক্ষাব্যবস্থা। রাকেশ সিং এমন একটা চরিত্র যিনি প্রবেশিকা পরীক্ষায় সমস্তরকম জালিয়াতি করে মানুষকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত। ইউপিএসসি সহ ভারতের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় যে অনৈতিক কর্মকাণ্ড ঘটে থাকে তার উপর নির্ভর করেই তৈরি হয়েছে চিট ইন্ডিয়া।

Advertisment

তবে এই ছবির ঝলক আমাদের ইমরান হাসমির জন্নত ছবিটার কথা মনে করিয়ে দেয়। যদিও সেই ছবিটা ক্রিকেটের ম্যাচ ফিক্সিংয়ের দুনিয়া নিয়ে তৈরি হয়েছিল আর এটা তৈরি শিক্ষা নিয়ে। বার বার নিজের পছন্দসই ছবির বিষয়ই বেছে নেন ইরমান। কিছুদিন আগে, টাইগার ছবির ট্রেলার মুক্তি পেয়েছে অনলাইনে (২০১৪ সালের ছবি)। ইমরান হাসমি নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ দ্য বার্ড অফ ব্লাডেও কাজ করছেন।

আরও পড়ুন, ইউটিউবের রাজা কে? বিবার? সুইফ্ট? না! রাজত্ব টি সিরিজের

Advertisment

অনেকদিন পরে আবার বড়পর্দায় দেখা যাচ্ছে ইমরানকে। বেশকিছুদিন আগে একটি বইও লিখেছিলেন তিনি। ছেলের ক্যানসারের অভিজ্ঞাত ছিল সেবইয়ে। অভিনেত্রী শ্রেয়া ধন্বত্বরী চিট ইন্ডিয়া ছবিতেই তার ডেবিউ করলেন। কিন্তু টিজারে কোথাও তাকে দেখা যাচ্ছে না। সৌমিক সেন এই ছবির চিত্রনাট্যকার ও পরিচালক দুইই। প্রযোজনার দায়িত্বে রয়েছেন টি সিরিজ,এলিপসিস এন্টারটেইমেন্ট ও ইমরান হাসমি ফিল্মস। চিট ইন্ডিয়া মুক্তি পাচ্ছে ২০১৯ এর ২৫ জানুয়ারী। এই ছবি হৃতিক রোশানের সুপার থার্টি ও কঙ্কনা রানাওয়াতের মনিকর্ণিকার সঙ্গে সম্মুখ সমরে নামছে বক্স অফিসে।

Read the full story in English 

bollywood movie