সম্প্রতি ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের (Saina Nehwal) উদ্দেশে অশালীন টুইট করার অভিযোগ ওঠে সিদ্ধার্থের বিরুদ্ধে। যা নিয়ে জলঘোলাও কম হয়নি! নেটদুনিয়ায় নারীরা সমালোচনার ঝড় তুলেছিলেন। আপত্তি তুলেছিল জাতীয় মহিলা কমিশনের তরফেও। তবে কুরুচিকর টুইট বিতর্ক পিছু ছাড়েনি রং দে বাসন্তী অভিনেতার। এবার গ্রেটার চেন্নাই পুলিশের তরফে সমন পাঠানো হল সিদ্ধার্থকে (Siddharth)।
বৃহস্পতিবারই চেন্নাই পুলিশ কমিশনার শঙ্কর জিওয়াল জানিয়েছেন, "আমরা ২টো অভিযোগ পেয়েছি সিদ্ধার্থের কুরুচিকর টুইট নিয়ে। হায়দরাবাদে এক মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একটা অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এবং দ্বিতীয়টা মানহানির অভিযোগ তোলা হয়েছে। চেন্নাই পুলিশের তরফে সিদ্ধার্থকে সমন পাঠানো হয়েছে। তবে যেহেতু এখন অতিমারী পরিস্থিতি, তাই ভেবে দেখা হচ্ছে অভিনেতার বয়ান কীভাবে রেকর্ড করা হবে।"
<আরও পড়ুন: ‘বগলের লোম’ নিয়ে চরম কটাক্ষ! নেটিজেনদের মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী তিলোত্তমা সোম>
পিটিআই সূত্রে খবর, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থের বিরুদ্ধে এক মহিলা হায়দরাবাদ সাইবারক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছিলেন। যার ভিত্তিতে তথ্য প্রযুক্তি আইনের আওতায় ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি নিজের কৃতকর্মের জন্য সাইনার কাছে ক্ষমা চেয়েছেন সিদ্ধার্থ। একটি খোলা চিঠিতে তিনি সাইনাকে 'চ্যাম্পিয়ন' বলেছেন। জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা গাফিলতি কাণ্ডে সাইনার টুইট নিয়ে মজা করতে চেয়েছিলেন। কিন্তু সেটা হিতে-বিপরীত হয়েছে।
উল্লেখ্য, নরেন্দ্র মোদীর (Narendra Modi) পাঞ্জাব ইস্যু নিয়ে প্রতিবাদ করেছিলেন সাইনা নেহওয়াল। দেশের মহিলা শাটল-চ্যাম্পিয়নের মন্তব্য ছিল, “যে দেশে প্রধানমন্ত্রীর-ই নিরাপত্তা নেই, সেই দেশের নাগরিকরাও সুরক্ষিত নন। মোদীর ওপর বিক্ষোভকারীদের এমন অনভিপ্রেত আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করছি। ভারত মোদীর পাশেই রয়েছে।” এই টুইট মনে ধরেনি সিদ্ধার্থের। পাল্টা গেরুয়া শিবিরের তারকা সদস্য সাইনাকে উদ্দেশ্য করে নিম্নমানের মন্তব্য করে বসেন অভিনেতা। বলেন, “বিশ্বের শাটল-কক চ্যাম্পিয়ন। ঈশ্বরকে ধন্যবাদ যে ভারতকে রক্ষা করার জন্য এখনও মানুষ রয়েছেন। রিহানা তোমার লজ্জা হওয়া উচিত।” এরপরই তোলপাড় হয়ে যায় টুইটার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন