Advertisment

Chhavi Mittal: 'আপনার মাথা ভর্তি চুল থাক...', ক্যানসার আক্রান্ত ছবি মিত্তলকে ট্রোল! সুর চড়ালেন অভিনেত্রী

Chhavi Mittal Cancer: ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ছবি মিত্তল। সোশ্যাল মিডিয়া অসংবেদনশীল মনোভাব দেখে কী বললেন অভিনেত্রী?

author-image
Kasturi Kundu
New Update
Chhavi Mittal Cancer: ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ছবি মিত্তল। সোশ্যাল মিডিয়া অসংবেদনশীল মনোভাব দেখে কী বললেন অভিনেত্রী?

'আপনার চুল উঠে যাচ্ছে...', ক্যানসার আক্রান্ত ছবি মিত্তলকে ট্রোল!

Chhavi Mittal Post: হিন্দি টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ ছবি মিত্তল। 'তুমহারি দিশা' ধারাবাহিকে দিশার চরিত্রে, 'বন্দিনী'-তে শুভদ্রার ভূমকিয়া দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। ২০২২ সাল থেকে ক্যানসারের সঙ্গে লড়ছেন ছবি মিত্তল। সোশ্যাল মিডিয়ায় ক্যানসারের চিকিৎসার জন্য শরীরে যে ক্ষত সেটিও অকপটে দেখান। কেমো চলার কারনে চুল উঠে যাচ্ছে ছবির। সংবেদনশীল এই বিষয়টি নিয়েও ট্রোলের শিকার হয়েছেন টেলি অভিনেত্রী ছবি মিত্তল। চরম হতাশা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা-চওড়া পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। এই পোস্টে কী লিখেছেন লড়াকু ছবি?

Advertisment

তিনি লেখেন, 'আজ আমি আরও একবার মানবতার মৃত্যু অনুভব করলাম। ক্যানসারের চিকিৎসার কারনে যখন চুল উঠে যাচ্ছে তখন আমাকে সেই পরিস্থিতিতে ট্রোল করা হয়। এই ঘটনার জন্য এক মিনিটের নীরবতা পালন করা হোক। ২০২২ সাল থেকে আমি ক্যানসারের সঙ্গে লড়ছি। আগামী এপ্রিলে হরমোন থেরাপির তিন বছর পূর্তি হবে। এটি ১০ বছরের দীর্ঘ চিকিৎসা। এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন হট ফ্ল্যাসেস, মাসল ক্র্যাম্প, শুষ্ক ত্বক, শরীরে জলের অভাব, মুড সুইং, ওজনের ওঠা-নামা, চুল পড়ে যাওয়া।' 

আরও যোগ করেন, 'একজন নারীর কাছে চুলের কী গুরুত্ব তা ভাষায় প্রকাশ করা যায় না। আমি ক্যানসারের হাত থেকে স্তনকে রক্ষার চেষ্টা করেছিলাম। কারন এটা নারীত্বের অংশ। আর এখন চুলের জন্য লড়াই করছি। এটাও তো মেয়েদের শরীরের বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। তাই না? এই ধরনের নেতিবাচক মন্তব্য মানুষের মনে খারাপ প্রভাব ফেলে। এই পোস্টটি শেয়ার করার নেপথ্যে রয়েছে বিশেষ কারন।'

Advertisment

ফেসকবুক ম্যাসেঞ্জারে এক ব্যক্তি ছবিকে লিখেছেন, 'আপনার চুল উঠে যাচ্ছে। চিকিৎসা করান।' সেই প্রেক্ষিতেই ছবি লিখেছেন, 'যিনি এই ধরনের মন্তব্য করেছেন তিনি শুধুমাত্র আমাকে  ট্রোল করার জন্যই বলেছেন। আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য নয়। একজন ক্যানসার যোদ্ধাকে এইরকম মেসেজ করা অত্যন্ত নিম্নরুচির পরিচয়। এই ধরনের মানুষদের সকলের দয়ার প্রয়োজন। তাই প্রিয় ট্রোল, আপনার মাথা ভর্তি চুল থাক। ক্যানসার মুক্ত জীবন উপভোগ করুন।' 

cancer Hindi Television breast cancer Chhavi Mittal
Advertisment