Chiranjeet-Joy Banerjee EXCLUSIVE: 'আমার কাছে ৫লাখ টাকা চেয়েছিল', জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরেই বিস্ফোরক চিরঞ্জিত

Chiranjeet Chakraborty on Joy Banerjee death: জয় বন্দোপাধ্যায় প্রয়াত। দীর্ঘদিন ধরে ভুগছিলেন রোগে। ভর্তি ছিলেন হাসপাতালেও। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল অনেক অভিনেতার। যেমন? অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে তাঁর প্রসঙ্গে জানতে চাইলে...

Chiranjeet Chakraborty on Joy Banerjee death: জয় বন্দোপাধ্যায় প্রয়াত। দীর্ঘদিন ধরে ভুগছিলেন রোগে। ভর্তি ছিলেন হাসপাতালেও। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল অনেক অভিনেতার। যেমন? অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে তাঁর প্রসঙ্গে জানতে চাইলে...

author-image
Anurupa Chakraborty
New Update
chiranjit

জয়কে নিয়ে যা বললেন চিরঞ্জিত...

অকাল প্রয়াণ বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতার। জয় বন্দোপাধ্যায় প্রয়াত। দীর্ঘদিন ধরে ভুগছিলেন রোগে। ভর্তি ছিলেন হাসপাতালেও। কিন্তু শেষরক্ষা হল না। তবে, তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল অনেক অভিনেতার। যেমন? অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে তাঁর প্রসঙ্গে জানতে চাইলে, তিনি সোজাসুজি বললেন নানা কথা। তাঁর সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য ভিন্ন থাকলেও কথা হত কি?

Advertisment

শাসকদলের অন্যতম দাপুটে নেতা বেশ কিছু অন্দরের খবর দিলেন। তাঁকে প্রয়াত জয়কে নিয়ে বলতে শোনা গেল, "আমায় ওর প্রথম স্ত্রী সকালে মেসেজ করল যে ও চলে গেল আজ। দুটি ভিন্ন পার্টির আলাদা মানুষ। কিন্তু, ওর যে শরীর খারাপ ছিল সেটা আমায় জানিয়েছিল। টাকা প্রয়োজন ছিল হয়তো ওর। ওর কিছু দাবিদাওয়া ছিল হয়তো। আমি বলেছিলাম বিজেপিকে বলব। অনেকে গিয়েছিল বোধহয় ওকে সাহায্য করতে। কিন্তু, এখন মনে হচ্ছে খুব দেরি হয়ে গেল। বড্ড তাড়াতাড়ি চলে গেল ও।"

Joy Banerjee: আর শেষরক্ষা হল না, অকাল প্রয়াণ বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতার..

Advertisment

৩০ বছর পর, তাঁর সঙ্গে কথা হয় চিরঞ্জিতের। কিন্তু টাকার কথা কেন? চিরঞ্জিতের কথায়, "আমার কাছেই টাকা চাইছিল। কী জানি কেন? বলছিল ৫লাখ টাকা চাই। ট্রিটমেন্ট নাকি কার মাইনে বাকি আছে, কার কিসব সেটা বলছিল। আমি কী করে দেব? আমার কাছে নেই অত টাকা। ওর বাবার তো বিশাল কোম্পানি ছিল। আরেকটা বিয়ে করেছে শুনেছিলাম। যদিও ওর চলে যাওয়াটা খুব দুঃখের। আমার ছোট ভাইয়ের মত ছিল।"

ফিল্মি দুনিয়ার কথা...

"আমার সঙ্গে কোনো ছবিতে ডিরেক্ট ও কাজ করেনি। কিন্তু খুব ফ্ল্যারিসিং ছিল। দেখতে সুন্দর ছিল। সবাই ওকে খুব পছন্দ করছিল। কিন্তু, এতবছর পর আমায় ফোন করেছিল, বলল - চিরঞ্জিত দা, টাকা চাই। আমি তো অবাক! বললাম, কী রে এতবছর পর। ৩৩-৪০ বছর পর, যাই হোক। কবে থেকে যে অসুস্থ হল, জানি না। এটাই একটা যে খুব তাড়াতাড়ি চলে গেল।" 

শতাব্দী কী বলছেন? 

 তিনি বলেন, "কিছুক্ষণ আগেই তাঁর বোন আমায় জানাল এই খবর। আমার সঙ্গে মাঝেমধ্যেই কথা হত ওদের। ও যখন অসুস্থ ছিল, তখন আমার সঙ্গে কথাও বলেছে। কিন্তু, কী আর! দীর্ঘদিন অসুস্থ ছিল। আমার সঙ্গে অনেকগুলি কাজ করেছিল, সেই সুত্রেই সম্পর্ক ভাল ছিল।" 

Entertainment News Entertainment News Today Chiranjeet Chakraborty