scorecardresearch

পুজোয় গোয়েন্দা গল্প নিয়ে আসছেন চিরঞ্জিৎ, দীর্ঘ ২ দশক পর নয়া আমেজে বিধায়ক

খুন, রহস্য রোমাঞ্চ নিয়ে পুজোয় আসছে চিরঞ্জিতের ছবি, প্রকাশ্যে ‘ষড়রিপু ২ জতুগৃহ’র ট্রেলার।

Chiranjeet Chakraborty, SHORORIPU 2 Jotugriho, SHORORIPU 2 Jotugriho trailer, Saswata Chatterjee, চিরঞ্জিৎ চক্রবর্তী, ষড়রিপু ২, bengali news today
পুজোয় গোয়েন্দা গল্প 'ষড়রিপু ২ জতুগৃহ' নিয়ে আসছেন চিরঞ্জিৎ

সালটা ২০১৬। সিনেপর্দায় নতুন গোয়েন্দা নিয়ে এসেছিলেন পরিচালক অয়ন চক্রবর্তী। ফেলুদা-ব্যোমকেশ-কিরীটীদের তালিকায় ইনি নবতম সংযোজন। নাম চন্দ্রকান্তা। যে চরিত্রে অভিনয় করেছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। যিনি কিনা অয়নের গোয়েন্দা কাহিনি ‘ষড়রিপু’র মধ্যমণি। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন দর্শকমনে। আর সেকথা মাথায় রেখেই আরও একবার খুন, রহস্য রোমাঞ্চ জিইয়ে রেখে অয়ন ‘ষড়রিপু’ সিক্যুয়েল আনার পরিকল্পনা করেছিলেন। তবে সিনেমা প্রস্তুত থাকলেও অতিমারীর কোপে আর মুক্তি পায়নি। এবার শেষমেশ পুজোয় সেই গোয়েন্দা চন্দ্রকান্তাকে নিয়ে হাজির হচ্ছেন চিরঞ্জিৎ।

দীর্ঘ দু’ দশক পর পুজোয় মুক্তি পাচ্ছে চিরঞ্জিৎ চক্রবর্তীর ছবি। আর সেই প্রেক্ষিতেই বর্তমানে নয়া আমেজে মেতেছেন বারাসতের বিধায়ক। শুক্রবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রকাশ্যে এসেছে সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ‘ষড়রিপু ২ জতুগৃহ’র (SHORORIPU 2 Jotugriho) ট্রেলার। সেখানেই উঠে এসেছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ (অহংকার) ও মাৎসর্য্যর (হিংসা) কথা। এক দম্পতির জীবনে কীভাবে ঘনিয়ে আসে অন্ধকার? একটা অনভিপ্রেত ঘটনায় বদলে যায় কয়েকটা মানুষের জীবন। সেই গল্পই ‘ষড়রিপু’র সিক্যুয়েলে তুলে ধরেছেন পরিচালক অয়ন।

[আরও পড়ুন: হিন্দি না বলে নিগৃহীত টলিউড পরিচালক, সৃজিত-পরমদের পাল্টা, ‘কাঁচা বাংলায় উত্তর দিয়েছিস তো?’]

গোয়েন্দা চন্দ্রকান্তার ভূমিকায় চিরঞ্জিৎ ছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অরুণিমা ঘোষ (Arunima Ghosh), রণজয় বিষ্ণু ও দর্শনা বণিককে। সিনেমার সংগীতের দায়িত্বে রূপম ইসলাম (Rupam Islam)।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Chiranjeet chakraborty starrer detective film shororipu 2 jotugriho to release this puja