অভিনেতার সবথেকে বড় সার্থকতা কোথায়! দীর্ঘদিন অভিনয় করে যাওয়া নাকি তিনি যখনই স্ক্রিনে তিনি আসবেন, এমন কিছু উপহার দেওয়া যা, মানুষের মনে জায়গা করে নেবে। অভিনেতা এবং সুপারস্টার হওয়ার ইচ্ছে একেবারেই বিরল ঘটনা নয়। কিন্তু তাঁর জন্য লাগে ভাগ্য, দর্শক এবং ক্ষমতা।
চিরঞ্জিত চক্রবর্তী আগেও জানিয়েছন, সবাই সুপারস্টার হয় না। কারণ, স্টার যারা তারা কোনোদিন পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে ঘোরে না। এবার, তিনি নতুন ওয়েব সিরিজের আগেও ফের একবার এমন কিছু মন্তব্য করলেন যাতে তাঁর অভিজ্ঞতার গভীরতার পরিচয় পাওয়া যায়। একসময় ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়েই স্বপ্ন দেখতেন সকলে। একের পর এক ছবিতে কাজ করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে কেবল ইন্ডাস্ট্রি এই কথা মানতে তিনি চিরকাল নারাজ। এবার তিনি বললেন…
একটা সময় তাঁর সঙ্গে প্রসেনজিৎকে কী ধরনের চরিত্র দেওয়া হবে সেই নিয়ে অনেক রাজনীতি হয়েছে। কিন্তু বুম্বা তাঁর কাছে খুব প্রিয় মানুষ। এমন একজন যে খুব কাছের। বললেন…গোষ্ঠী রাজনীতি সবসময় ছিল। আমার চরিত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি কিন্তু তেমন কিছু করিনি। আমি তখন সুপারস্টার। তাই চরিত্র পেতে অসুবিধা হয়নি। এখানেই শেষ নেই। দীর্ঘ এতবছরের অভিনয় জীবন, সহজ মোটেই ছিল না। ইন্ডাস্ট্রির অনেক রহস্য তেমন জানা।
অবসর নেবেন, এমন কথা ফু দিয়ে তিনি উড়িয়ে দেন। যতদিন পারবেন, কাজ করে যাবেন বলেই জানিয়েছেন। নিজের কারওর প্রতি কোনও অভিযোগ নেই। বরং কাজ ছবি আঁকা নিয়েই তিনি রয়েছেন। নিজের বই লিখছেন। আত্মজীবনীর কাজে সময় দিচ্ছেন। বরাবরের সৎ, বরাবর খুব সাহসী হিরো তিনি। নিজের জায়গা ছেড়েই নাকি তিনি প্রসেনজিৎ কে জায়গা করে দিয়েছেন। বললেন…
আমার কারওর প্রতি কোনও অভিযোগ নেই। শুনেছিলাম অন্যান্য হিরোরা, নায়কদের মধ্যে অভিষেক চট্টোপাধ্যায় অনেক অভিযোগ করেছিল। আমার সেসব কিছু নেই। আমার পরেই ছিল বুম্বা। আমি জায়গা ছাড়তেই ও এক নম্বরে চলে এল। কিন্তু, এই যে এতদিন ধরে ও সেই জায়গাটা ধরে রেখেছে সেটাই অনেক। এটা ওর গুণ। শুধুই যে নিজের অভিনয় জীবন এমনটা নয়। বই লিখছেন অনেকগুলোই। একটির মধ্যে কেবল তারকাদের সঙ্গে সাক্ষাতের পর কেমন অভিজ্ঞতা সেটিও শব্দের বাঁধনে আটকে রাখবেন তিনি।
উল্লেখ্য, আজ তাঁর জন্মদিন। একদিকে, যেমন বলিউড থুড়ি দেশজুড়ে শাহরুখের জন্মদিন নিয়ে উত্তেজনা। তেমনই, চিরঞ্জিত কিন্তু আজ ৭৩ এ পা দিলেন। শাহরুখ তাঁর জন্মদিন আজ সেটা জানেন? হাসির সুরে বললেন… হয়তো! কেউ বলেছে হয়তো।