Chiranjeet Chakraborty Brother Death: একের পর এক মৃত্যু সংবাদ। বলিউড অভিনেতা মুকুল দেব থেকে করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর, কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালার অকাল মৃত্যুতে যেন শোকস্তব্ধ টিনসেলটাউন। সময়ের আগেই এইরকম অকাল প্রয়াণের ঘটনা প্রভাব ফেলছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, প্রত্যেকের মনেই। কম বয়সে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা যেন ক্রমশ বাড়ছে। এবার শোকের ছায়া টলিপাড়ার চক্রবর্তী পরিবারে। হৃদরোগে আক্রান্ত হয়ে ২৫ জুন মৃত্যু হয়েছে সুপারস্টার চিরঞ্জিৎ চক্রবর্তীর ভাই অমিতাভ চক্রবর্তীর। এই ঘটনা অভিনেতার মনের উপর প্রবল চাপ ফেলেছে। ছোট ভাইকে হারিয়ে শোকস্তব্ধ চিরঞ্জিৎ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে মনের যন্ত্রণা চেপে বলেন, 'ঘটনাটি ঘটেছে ২৫ তারিখ। সকাল আটটায় ঘুম থেকে উঠল। ওঁর স্ত্রী মজা করে বলল, আজ তুমি অনেকক্ষণ ঘুমালে। তখন ও বলেছে, হ্যাঁ আজ ভাল ঘুম য়েছে। তখন হঠাৎই কলিং বেল বেজেছে। ওঁর স্ত্রী বারান্দায় দেখতে গেল কে এসেছে। ফিরে এসে দেখে ওঁর আর কোনও সাড়াশব্দ নেই, চুপচাপ শুয়ে আছে। ঘুম থেকে ওঠার কয়েক সেকেণ্ডের মধ্যেই ঘটনাটা ঘটে গিয়েছে। সেইরকম কোনও কঠিন অসুখও ছিল না। কয়েকদিন আগে বুকটা চিনচিন করছিল। ইসিজি করেছিল। রিপোর্টও ভাল আসে। চিকিৎসক ইকো কার্ডিওগ্রাম করার পরামর্শ দিয়েছিলেন। সেটা ও করায়নি। ইসিজি-র রিপোর্ট ভাল এসেছে বলে ওটা অবহেলা করেছে। যদি করত তাহলে হয়ত এইরকম ঘটনা নাও ঘটতে পারত। ৬৭ বছর বয়সে মৃত্যুটা আশাতীত।'
আরও পড়ুন 'মৃত্যুর ২০ দিন আগেই...' কোন ইচ্ছে অধুরা রয়ে গেল শেফালির? মুখ খুললেন 'কাঁটা লাগা'-র পরিচালক
ছোটবেলার স্মৃতিচারণা করে বলেন, 'আমার থেকে ছ'বছরের ছোট। যাকে কোলে নিয়ে ঘুরতাম তাঁকে শ্মশানে পাঠানোটা বড়দাদা হিসেবে খুব খারাপ লাগে। ওঁর মৃত্যুর পর পারিবারিক চিকিৎসক প্রেসক্রিপশন দেখে বলেছেন, কোলেস্টরল অনেকটাই বেশি ছিল। নিয়মিত ওষুধ খেত না। কিছুটা অবহেলাও করেছে। তবে ওঁর মৃত্যুটা খুব শান্তির। কাউকে কোনও কষ্ট দেয়নি, ডায়ালেসিস চলেনি, ক্যানসারের যন্ত্রণায় ছটফট করেনি। খুব আরামে চলে গেল। আমিও যেন এভাবেই শান্তিতে চলে যেতে পারি।'
গোলপার্কে চিরঞ্জিৎদের বাড়ি। বড়দার পর রয়েছে আরো চার বোন। তার পর চিরঞ্জিৎ ও তাঁর ভাই। গোলপার্কের বাড়িতেই বোন আর দুই দিদির সঙ্গে থাকতেন অমিতাভ। নিয়মিত বড়দাদার সঙ্গে কথা হত তাঁর। ভাইয়ের মৃত্যুতে একটি বিষয়ে সতর্ক করেছেন অভিনেতা। প্রত্যেকে যেন নিজের শরীরের খেয়াল রাখে। চিকিৎসকের পরামর্শের অবহেলা করে। তিনি নিজেও নিয়ম শৃঙ্খলা মেনে চলেন সেটাও বলেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী।
আরও পড়ুন শেফালির অস্থি বুকে আগলে অঝোরে কান্না পরাগের, পাপারাজ্জিদের কীর্তিতে রেগে কাঁই বরুণ-জাহ্নবীরা