Advertisment

Chirosokha Promo: অপরাজিতা-সুদীপের সম্পর্কের না বলা কথা-র গল্প চিরসখা, প্রোমো দেখে উচ্ছ্বসিত দর্শক

Chirosokha Promo Out: অসম প্রেমের গল্প বুনেছেন লীনা। প্রথমবার সুদীপ-অপরাজিতা জুটিকে নিয়ে এসেছেন দর্শকের দরবারে। মুক্তি পেল চিরসখা: সম্পর্কের না বলা কথা-র প্রোমো।

author-image
Kasturi Kundu
New Update
Chirosokha Promo Out: অসম প্রেমের গল্প বুনেছেন লীনা। প্রথমবার সুদীপ-অপরাজিতা জুটিকে নিয়ে এসেছেন দর্শকের দরবারে। মুক্তি পেল চিরসখা: সম্পর্কের না বলা কথা-র প্রোমো।

অপরাজিতা-সুদীপের সম্পর্কের না বলা কথা-র গল্প চিরসখা?

Star Jalsha New Serial: মেগার দর্শকের বিনোদনের আসরে এবার নয়া সংযোজন 'চিরসখা'। না বলা এক সম্পর্কের কথা নিয়ে স্টার জলসার পর্দায় খুব শীঘ্রই আসছে এই নতুন ধারাবাহিক।  লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে প্রথমবার দর্শকের দরবারে অপরাজিতা ঘোষ দাস ও সুদীপ মুখোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের ভাবনায় বরাবরই কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া থাকে।

Advertisment

'চিরসখা'-র প্রোমো দেখলে বোঝা যাবে এখানেও রয়েছে অভিনবত্ব। সম্পর্কের না বলা কথা যে শুধু 'জেন ওয়াই'-র মধ্যে সীমাবদ্ধ নয় সেটা কিন্তু, বেশ স্পষ্ট। স্বামীহারা এক স্ত্রী, মায়ের জীবনেও যে কিছু না বলা সম্পর্ক থাকতে পারে সেই গল্পই যেন বুনেছেন লীনা গঙ্গোপাধ্যায়। 

Advertisment

অপরাজিতা ঘোষের সঙ্গে ঋষি কৌশিকের জুটি যেন মেগা দর্শকের চোখের আরাম। এই প্রসঙ্গে লীলা গঙ্গোপাধ্যায় ইন্ডিয়ান এক্সপ্রেসকে আগেই বলেছিলেন, ঋষি কৌশিকের বাইরে অন্য কাউকে নিয়ে কখনও এক্সপিরিমেন্ট করা হয়নি বলেই এটা দর্শকের ভাবনা। প্রোমো মুক্তির পর যেন সেটাই সত্যি হল। বিধবা স্ত্রীর মতো সাজসজ্জা অপরাজিতার। পরনে সাদা শাড়ি, একটা খোপা, কপালে কালো টিপ আর কালো ফ্রেমের একটা চশমা। বাড়িতে আসা অতিথিদের চা পরিবেশন করছেন। তখনই সেখানে এন্ট্রি নেন শতদ্রু বোস ওরফে সুদীপ। 

নিজেকে অপরাজিতার সন্তানের 'কাকা' বলে সম্বোধন করেন। কী রকম কাকা জানতে চাইলে অপ্রস্তুতে পড়ে যান সুদীপ। সেখান থেকে চলে যেতে চাইলে অপরাজিতা সত্যিটা জানান। ঘর ভর্তি অতিথিদের সামনেই বলেন, শতদ্রু তাঁর স্বামীর বন্ধু ছিলেন। তাঁর মৃত্যুর পর বিপদের দিনে একমাত্র তাকেই পাশে পেয়েছে পরিবার। তাই ওঁর চেয়ে কাছের মানুষ আর কেউ হতেই পারে না। অপরাজিতার মুখে এই কথা শুনে থমকে দাঁড়ায় শতদ্রু। দুজনের মধ্যে না বলা সম্পর্কের প্রেক্ষাপটেই গল্প এগবে বলে প্রাথমিক অনুমান। 

কবে থেকে এই নতুন ধারাবাহিক শুরু হচ্ছে সেটা অবশ্য চ্যানেলের তরফে এখনও জানানো হয়নি। তবে প্রথমবার সুদীপ-অপরাজিতা জুটির গল্প দেখতে উদগ্রীব মেগার দর্শক। উল্লেখ্য, এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ একবছর পর সিরিয়ালে গ্র্যান্ড কামব্যাক হল সায়ক চক্রবর্তীর। তাঁকে শেষ দেখা গিয়েছিল 'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে। এখন অপেক্ষা 'চিরসখা'-য় নতুনভাবে অভিনেতা সায়কের অভিনয় উপভোগ করার। 

 

Bengali Serial Bengali Actor Bengali Actress Bengali Television Bengali serial TRP
Advertisment