Khadaan Box office collection Day 4:
২০ ডিসেম্বর একসঙ্গে মুক্তি পেয়েছ চারটি ভিন্ন স্বাদের বাংলা ছবি। বক্স অফিসের লড়াইয়ে এগিয়ে রয়েছে দেব-ইধিকা-বরখা-যিশু অভিনীত খাদান। মুক্তির পরই বক্স অফিসে খাদান ঝড়। রায়গঞ্জে তো রাত ২টোর সময়ও শো হাউজফুল। অনেকদিন পর পুরনো ছন্দে ফিরেই ইন্ডাস্ট্রির 'রাজার রাজা' হয়ে উঠেছেন দেব।
উত্তরোত্তর বাড়ছে খাদানের বক্স অফিস কালেকশন। Dev Entertainment Ventures-এর তরফে চতুর্থ দিনের বক্স অফিস কালেকশনের পরিমান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। চারদিনে ৪.৩০ কোটি আয় করে মাত দিলেন সুপারস্টার দেব। ছবির সাফল্যে মাতোয়ারা টিম খাদান।
সিনেমার প্রচারেও ছিল অভিনবত্ব। বাসে করে বেঙ্গল ট্যুর করেছেন খাদানের কলাকুশলীরা। শহরের বিভিন্নপ্রান্তে ঘুরে ছবির প্রচার সেরেছে টিম খাদান। সিনেমার প্রচারের মাঝে তারাপীঠে মায়ের কাছে পুজোও দিয়েছেন। উল্লেখ্য, ছবি মুক্তির আগে দেব বরাবরাই ভগবানের কাছে পুজো দেন। নৈহাটির বড়মার কাছেও টিমকে নিয়ে পুজো দিয়েছেন 'রাজার রাজা' দেব। মায়ের সামনে বসে পুজো দিয়ে আরতি করেছেন। প্রিয় অভিনেতাকে দেখতে সেখানে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। দেব বরাবরাই ফ্যানেদের আবদার মেটান।
বেঙ্গল ট্যুরে বহু ভক্তদের সেলফি তোলার আবদার মিটিয়েছেন। খুদে ভক্তদের বুকে আগলেও নিয়েছেন দেব। তাঁর এই ব্যবহার বারবার দিল জিতে নেয় অনুরাগীদের। খাদানের প্রচারেও ধরা পড়েছে সেই একই চিত্র। মুক্তির একদিন আগে অগ্রিম টিকিট বুকিংয়ের অপশন বন্ধ! তা দেখে তো দেব ভক্তরা চিন্তিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে দক্ষিণ কলকাতার একটি হলে অগ্রিম বুকিংয়ের অপশন খুলে দেওয়ার ব্যবস্থা করেন।
মুহূর্তে টিকিট বিক্রির গ্রাফ ছিল চোখে পড়ার মতো। বাকিটা তো ইতিহাস। দেবের সাফল্যে নাম না করে তাঁকে খোঁচা মেরেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সন্তান, চালচিত্র, ৫ নং স্বপ্নময় লেনের বক্স অফিস কালেকশন খাদানের কাছে সত্যিই ফিকে। ক্রিসমাসে একদিকে ছুটির মরসুম অন্যদিকে সুপারস্টার দেবের জন্মদিন। বড়দিনে যে একটা বিরাট ধামাকা হবে সে কথা আর বলার অবকাশই রাখছে না।