New Update
চুপকথা সিরিজে সাংবাদিকের চরিত্রে রহস্য উদঘাটন পার্নো মিত্রের
একটি মোবাইলের সূত্রে জানতে পারা যায়, একটি মেয়ে হারিয়ে গেছে। আর তাকে খুঁজতে গিয়েই এই গল্পের সূত্রপাত। রহস্য দানা বাঁধে পার্নো একটি আর্শ্চয বাড়িতে পৌঁছলে। শেষমেষ কি খুঁজে পাওয়া যাবে হারিয়ে যাওয়া সেই মেয়েকে?
Advertisment