CID-ACP Pradyumna: ACP সাহেব অর্থাৎ CID এর প্রদ্যুম্ন সাহেব, তাঁকে নিয়ে গতকাল থেকে আলোচনার শেষ নেই। দীর্ঘ ২২ বছর পর তিনি এই চরিত্র থেকে ছুটি পেয়েছেন। যদিও বা যে পোস্ট ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে সেটি দেখলে যে কেউই আঁতকে উঠবেন। জলজ্যান্ত একটা মানুষ তাঁর ছবি দিয়ে যেভাবে RIP লিখে দেওয়া হয়েছে, তাতে করে বিন্দুমাত্র বোঝা সম্ভব না। এবং ভক্তরা রীতিমতো অবাক এই পোস্টের পর।
রাত ঘন হওয়ার আগেই অভিনেতা যে এই শো থেকে সরছেন, সেই নিয়ে একটি পোস্ট করা হয়। তারপর CID এর অনেক ভক্তরাই দাবি করেন, যে এই শো তারা আর দেখবেন না। Acp সাহেবকে ছাড়া কোনমতেই জমবে না এই সিরিয়াল। কেউ কেউ তো এমনও বললেন, উনাকে যদি এত তাড়াতাড়ি মেরেই ফেলতে হত, তাহলে এটা শুরু করলেন কেন? এখন CID এর টিআরপি কমে কিনা সেটাই দেখার। কিন্তু, ACP প্রদ্যুম্ন এর বদলে যে নতুন একজন ACP আসতে চলেছেন সেকথা জানা গিয়েছে।
বহুদিন ধরেই জল্পনা ছিল, অবশেষে সেই ঘটনায় সত্যি হয়েছে। প্রদ্যুম্ন সাহেব অর্থাৎ শিবাজী সতম জানিয়েছিলেন, তিনি কয়েকদিনের ছুটি নিয়েছিলেন, কিন্তু নির্মাতারা যে তাঁকে মেরে ফেলবেন, সেকথা কী এবং কেন এত তারাই বলতে পারবেন। কিন্তু ২২ বছর এই চরিত্রে অভিনয় করার পর। তাঁর কোনো আক্ষেপ নেই। এখন তিনি অবসরে সময় কাটাতে চান। এবং তাঁর থেকেও বড় কথা, এবার প্রদ্যুম্ন সাহেবের জায়গায় আস্তে চলেছেন এক নতুন ACP.. তিনি কে?
হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখকে দেখা যেতে চলেছে এই ধারাবাহিকে। অল্প বয়সীদের মনে আবারও উঠতে চলেছে ঝড়। আর এইবার প্রদ্যুম্নর জায়গায় আসছেন ACP আয়ুষ্মান। তিনি এবার জুজবেন শত্রুদের সঙ্গে। শুধু তাই নয়, তিনি আর কেউ না, বরং পার্থ সমথান। তিনি নিজের চার্ম এবং অভিনয়ের মাধ্যমে সকলকে মন ভুলিয়েছেন। এবার ACP হিসেবে তিনি থাকছেন। কী বলছেন তিনি সংবাদ মাধ্যমে?
আরও পড়ুন - Pori Moni-Taslima Nasrin: 'গরীবরাও অসৎ-নিষ্ঠুর-ধর্ষক-খুনি হতে পারে..…
"ছোট থেকে আমরা এই শো দেখে বড় হয়েছি। আমার মনে হয়না ভারতের বুকে এমন কোন মানুষ আছেন যারা এই শো দেখেনি। আমরা তো অনেক মানুষের সামনে এই শোয়ের লেআউট পর্যন্ত করেছি। এটা একটা আইকনিক শো। বহু বছর ধরে চলছে। আমি যখন আমার পরিবারের সঙ্গে বিষয়ে আলোচনা করলাম, প্রথমে সকলে ভেবেছিলেন যে আমি মজা করছি। এটা এক ভয়ংকর বড় দায়িত্ব এবং কর্তব্য, এমন এক আইকনিক চরিত্রে পা গলানো। এসিপি সাহেবকে রিপ্লেস করার সহজ নয়। উনি এমন একজন চরিত্র যিনি মানুষের মনে সাংঘাতিকভাবে বসে রয়েছে। আমি এখানে এসিপি আয়ুষ্মানের ভূমিকায়। একটা নতুন চরিত্র এবং নতুন গল্প। নতুন কিছু থ্রিলার থাকতে চলেছে। এবং দেখা যাক কতটা নতুনভাবে আমরা এই চরিত্রটাকে আগে নিয়ে যেতে পারি। ভাবিনি এরকম একটা কোলাবরেশন আমাকে করতে হবে। এর আগে আমি চরিত্রে অভিনয় করেছি প্রত্যেকটি রোমান্টিক চরিত্র। কিন্তু এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকা অভিনয় করতে হচ্ছে। সেটা একদম আলাদা। থ্রিল ও সাসপেন্স দিয়ে পরিপূর্ণ।"
উল্লেখ্য, পার্থ্বের ভক্তরা দিব্যি আনন্দে। তিনি যেভাবে সকলকে মুগ্ধ করেছেন নানা চরিত্রে, এবার হয়তো তাঁর থেকেও ভাল কিছু হতে চলেছে। ফলে, কেউ কেউ যেমন ভীষণ আনন্দে রয়েছেন, আবার কেউ কেউ অতীতেই বসে রয়েছেন।