বন্ধ হয়ে যাবে সিআইডি। এমনই খবরে সাড়া পড়েছে সারা বলিউডে। এবং এ খবর রটনামাত্র নয়। ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম-কে জানানো হয়েছে, বন্ধ হয়ে যাওয়ার খবর সত্যি হলেও সম্পূর্ণভাবে নয়, মাত্র তিনমাসের জন্য বন্ধ হবে এই মেগা টিভি শো CID।
শো-য়ের সঙ্গে যুক্ত এক কর্তাব্যক্তি ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে জানিয়েছেন, "সিআইডি বন্ধ করে দেওয়া হচ্ছে না। তবে একটি ছোট বিরতি নেওয়া হচ্ছে এবং এ বিরতি শুধুমাত্র একটি সৃষ্টিশীল কারণে। সিআইডি নির্মাতাদের চ্যানেল থেকে কোনও বন্ধ করে দেওয়ার চিঠি পাঠানো হয়নি, যা থেকে স্পষ্ট যে তাঁরা এখনও পূর্বের চুক্তিতে আবদ্ধ রয়েছেন। চ্যানেল এবং সিআইডি সিরিজের নির্মাতার সঙ্গে আলাপআলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
আরও পড়ুন: ১২ ডিসেম্বর কি বিয়ে করছেন কপিল শর্মা ?
অনুষ্ঠানের নতুন পরিকাঠামোর জন্য প্রযোজকদের সময় লাগবে। সম্প্রতি অন্যান্য ধারাবাহিকের তুলনায় ফরম্যাট বদলের প্রয়োজন আছে। দৈনিক হবে নাকি সপ্তাহান্তে একটি করে সিরিজ দেখানো হবে তা নতুন করে স্থির করা হবে। তবে নতুন মুখ ও নতুন প্রযুক্তি দেখানো হবে পরবর্তী সিরিজগুলিতে। তিন মাস পর থেকে দর্শকরা সোনিতে সিআইডি-র সম্প্রচার দেখতে পাবেন বলে সূত্রের খবর।
১৯৯৭ সালে প্রথম সম্প্রচার শুরু হয় সিআইডি-র। এটিই টেলিভিশনের প্রথম অপরাধভিত্তিক কাহিনিনির্ভর সিরিয়াল। একটি তদন্তকারী দল অপরাধকে অনুসরণ করে এবং অপরাধীদের পাকড়াও করে। প্রথম থেকেই অভিনয়ে ছিলেন শিবাজি সাতাম (এসিপি প্রদ্যুম্ন), দয়ানন্দ শেঠি (দয়া), আদিত্য শ্রীবাসস্তব (অভিজিৎ) এবং দিনাশ ফডনিস ( ফ্রেডি)। সিআইডি-র ১৫০০ এরও বেশি পর্ব সম্প্রচারিত হয়েছে।
Read full story in English