Advertisment
Presenting Partner
Desktop GIF

কলকাতায় পৌঁছেই 'দিদির' বাড়িতে ছুটলেন সলমন, ভাইজানকে হাসিমুখে বরণ করে নিলেন মুখ্যমন্ত্রী

সাক্ষাতের পর মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানান সলমন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman khan, salman khan at kolkata, salman khan in mamata banerjee house, Mamata banerjee residence, mamata salman meeting

মমতা-সলমন সাক্ষাৎ

গতকাল থেকেই শহরে চাপা উত্তেজনা, সলমন খান আসছেন বলে কথা। কলকাতা বিমানবন্দরে তখন নিরাপত্তার ঢেউ। ভাইজান আসতেই হইচই। জানা ছিলই, সলমন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। হলও তাই। শাহরুখ, যদিও বা তাঁর প্রিয় দিদির অফিসে দেখা করতে গিয়েছেন বহুবার, তবে সলমন এই প্রথম।

Advertisment

কলকাতায় এসেছেন আর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন না এও হয়! সোজা হাজির হলেন দিদির বাড়িতে। অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী নিজেও। সিকিউরিটি থেকে বডিগার্ড, ভাইজানকে সুরক্ষিত রাখতে মজুত রয়েছে সবই। সলমনের কনভয় কালীঘাট পৌঁছতেই এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। পরিয়ে দিলেন উত্তরীয়। শুধু তাই নয়, ভাইজান তাঁকে হাতজোড় করে নমস্কার জানালেন। কলকাতায় পা রেখেছেন প্রায় ১২ বছর পর।

আরও পড়ুন < ‘এই ওদের জল দাও…,’ প্রচণ্ড গরমে অপেক্ষারতদের মসিহা হয়ে উঠলেন ভারতী >

বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইজানকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন। বাড়ির অন্যান্য সদস্যরাও ছিলেন সেখানে। এছাড়াও এলাকার মানুষজন তো বটেই। গোটা এলাকা নিরাপত্তায় ঢাকা। সকলের উদ্দেশ্যে হাত নাড়েন সলমন। ভাইজানকে একঝলক দেখতেই তখন কালীঘাটে গিচগিচ করছে মানুষ।

উল্লেখ্য, আজই ইস্টবেঙ্গল গ্রাউন্ডে অনুষ্ঠান রয়েছে সলমনের। দ্যা 'দাবাং ট্যুর' উপলক্ষে তিনি হাজির হয়েছেন কলকাতায়। সঙ্গে রয়েছেন সোনাক্ষী সিনহা থেকে পূজা হেগরে অনেকেই। তবে, সেন্টার অ্যাট্রাকশন কেবলমাত্র সলমন। সন্ধেবেলার অনুষ্ঠানে মোতায়েন করা হয়েছে প্রায় ৭০০ এর বেশি পুলিশ। জনসমাগম হবে এও বলা যায়। সারারাত অনুষ্ঠান হবে শহরের বুকে।

salman khan Mamata Banerjee bollywood Entertainment News
Advertisment