যেন আতঙ্ক ঘিরে ধরেছে এই একটা পুতুল। কেউ কেউ অত্যন্ত ভালবেসে ফেলেছেন এই একটা পুতুলকে। আবার কেউ কেউ অত্যন্ত আতঙ্কে রয়েছেন। এমন এক খেলনা যার বিরাট টাকা দাম কিন্তু, তাঁর নজর ভাল না। যারা এই লাবুবু পুতুল কিনছেন, তাঁরা অনেকেই বলছেন, এই পুতুলের কারণে নাকি শরীর খারাপ হচ্ছে অনেকের। দূর থেকে দেখে অনেকেরই মনে হচ্ছে, সেই পুতুল অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে।
এমন এক পুতুলের সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন এক রাক্ষস পুতুলের। যার বড় বড় দাঁত কিংবা গোল গোল চোখ সব মিলিয়ে এক অদ্ভুত সাজ তাঁর। এবং, এর কারণে অনেকের জীবনেই নাকি নেগেটিভ এনার্জির সঞ্চার হচ্ছে। তাঁদের নাকি কোনওকিছুই ভাল যাচ্ছে না। এমনই এক সমস্যার শিকার হয়েছেন কৌতুক অভিনেত্রী ভারতী সিং। তাঁর ছেলের নাকি খুব শরীর খারাপ বাড়িতে এই পুতুল আনার পর থেকে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি এই নিয়েই বলেছেন।
তাঁর ছেলে গোলা, সমাজ মাধ্যমে দারুণ জনপ্রিয়। বাবা-মায়ের ভিডিওতে বেশ নজর কাড়ে পুঁচকে ছেলেটি। বিশেষ করে, এখন সে মজা করতে শিখে গিয়েছে। এমন সব কথা বলে সে, যে না হেসে উপায় নেই। কিন্তু এই লাবুবু পুতুল তাঁর বাড়িতে আসার পর থেকেই নাকি বাচ্চা ছেলেটার সবকিছু পাল্টে গিয়েছে। তাঁর আচরণে বিরাট বদল এসেছে। ভারতী বলেন, "আমার ছেলেটা আগে এমন ছিল না। এখন সে হঠাৎ দৌড়ে বেড়ায়, পালিয়ে যায়। জিনিসপত্র ছুঁড়ে ফেলে, চিৎকার করে, আর কিছুই শুনতে চায় না। কোনও কথা শোনে না।"
Shakib-Bubly: শাকিবের বাহুডোরে 'আদুরে' বুবলি, এই বুঝি দৌড়ে গেলেন অপু বিশ্বাস?
শুরুর দিকে ভারতী বিষয়টি নিয়ে হাসিঠাট্টা করেই এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার চারপাশের লোকজন, অর্থাৎ তার বোন, বন্ধুবান্ধব এমনকি স্বামী হর্ষ, প্রায় সবাই ওই পুতুলটির দিকেই সন্দেহের আঙুল তুলতে থাকেন। তারা একে একবাক্যে আখ্যা দেন, "শয়তানের রূপ।" এসবের পরেই ভারতী আসল সিদ্ধান্ত নিয়ে নেন। একজন মায়ের যা করা উচিত, তিনি সেটাই করলেন। ভারতী ছেলের মুখের দিকে তাকিয়ে সেই পুতুলের সারে সর্বনাশ করে বসেছেন।
সেই লাবুবু পুতুলটি আগুনে জ্বালিয়ে দিলেন তিনি। যদিও, প্রথম দিকে কিছুতেই আগুন লাগতে চাইছিল না পুতুলটির গায়ে। এমনকি ভারতীর স্বামী হর্ষ মজা করে এও বলেন, "সহজে যাবে না। পুতুলটির ভেতরে থাকা একটা আত্মা লড়াই করছে।" কিন্তু তাঁর ছেলে? গোলা কি সহজেই মেনে নিল তাঁর মায়ের এই কাজ? মাকে সেই পুতুলকে আগুনে পোড়াতে দেখে সে কান্নাকাটি। সোজা বলল, এটা করো না মা, ও আমার বন্ধু। কিন্তু ভারতী তো নাছোড়বান্দা। সে ওই পুতুল পুড়িয়েই ছাড়ল। এবং ছেলেকে এও বোঝালেন তিনি, না! ও তোমার বন্ধু না। এটা তোমায় আরও দুষ্টু করে দিয়েছে। ভয়ঙ্কর এটা।"
যদিও, তিনি এও জানান, অনেকেই তাঁর ব্যাগের দিকে তাকিয়ে থাকতেন, যখন এই পুতুলটি ব্যাগে ঝুলিয়ে রাখতে তিনি। এমনকি, কেউ কেউ এও বলত, তিনি নাকি টাকা নষ্ট করেছেন।