মাদক মামলায় অনেকটা স্বস্তি পেলেন কমেডিয়ান ভারতী সিং। সোমবার ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার জামিন মঞ্জুর করেছে মুম্বই আদালত। গত শনিবার ভারতীকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্য়ুরো (এনসিবি)। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রবিবার গ্রেফতার করা হয় ভারতীর স্বামীকেও। তাঁদের বাড়ি থেকে গাঁজা বাজেয়াপ্ত করা হয়। দম্পতিকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল।
এসপ্ল্য়ানেড আদালতে এনসিবি-র তরফে জানানো হয়, গাঁজা খাওয়ার কথা স্বীকার করেছেন দম্পতি। এনসিবি আধিকারিকদের ভারতী জানিয়েছেন, তিনি মাদক সেবন করেছেন। একজন পেডলারের মাধ্য়মে গাঁজা কেনার কথা স্বীকার করেছেন হর্ষ। নিজের অফিস ও বাড়িতে গাঁজা রাখার কথাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: লাভ জিহাদে উসকানি! কাঠগড়ায় Netflix-এর ‘আ সুইটেবল বয়’ সিরিজ
গোপন সূত্রে খবর পেয়ে, ভারতীর বাড়িতে হানা দেয় এনসিবি। ভারসোভায় হর্ষের প্রোডাকশন হাউস থেকে ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করে এনসিবি। পরে আন্ধেরিতে ওবেরয় স্প্রিংসে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকে ২১.৫ গ্রাম মাদক উদ্ধার করা হয়। সেইসঙ্গে ১.৫৯ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়।
এনসিবি আধিকারিকরা জানিয়েছেন, সম্প্রতি খার দান্ডা এলাকা থেকে ২১ বছর বয়সী এক যুবককে পাকড়াও করা হয়। তাঁদেক জেরা করেই ভারতী ও হর্ষের নাম জানতে পারেন তদন্তকারীরা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন