Bollywood: শেষ ফোনটা আর ধরা হল না, কাছের মানুষের মৃত্যু আজও যন্ত্রণা দেয় কিকুকে

শ্বশুরের মৃত্যুর খবর পাওয়ার পর চোখের জলে ভেঙে পড়েন তিনি এবং সিদ্ধান্ত নেন শো ছেড়ে যাওয়ার। তবে তার এই আকস্মিক প্রস্থান অন্যান্য প্রতিযোগীদের মনে নানা প্রতিক্রিয়া তৈরি করে।

শ্বশুরের মৃত্যুর খবর পাওয়ার পর চোখের জলে ভেঙে পড়েন তিনি এবং সিদ্ধান্ত নেন শো ছেড়ে যাওয়ার। তবে তার এই আকস্মিক প্রস্থান অন্যান্য প্রতিযোগীদের মনে নানা প্রতিক্রিয়া তৈরি করে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kiku

যা বললেন কমেডিয়ান

রিয়েলিটি শো রাইজ অ্যান্ড ফল-এর সর্বশেষ পর্ব দর্শকদের সামনে হাজির করেছে আবেগঘন এক অধ্যায়। এই এপিসোডে একসঙ্গে দুই কর্মী শো ছাড়তে বাধ্য হন।

Advertisment

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নুরিন শাক-কে দ্য রুলার্স বহিষ্কার করে। অন্যদিকে কুস্তিগীর সঙ্গীতা ফোগাট ব্যক্তিগত কারণে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। শ্বশুরের মৃত্যুর খবর পাওয়ার পর চোখের জলে ভেঙে পড়েন তিনি এবং সিদ্ধান্ত নেন শো ছেড়ে যাওয়ার। তবে তার এই আকস্মিক প্রস্থান অন্যান্য প্রতিযোগীদের মনে নানা প্রতিক্রিয়া তৈরি করে।

কমেডিয়ান কিকু শারদা, যিনি সম্প্রতি এই শোয়ের সঙ্গে জুড়েছেন, , সঙ্গীতার পরিস্থিতিতে নিজের জীবনের বেদনাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, "আমি দুই বছর আগে আমেরিকায় ছিলাম, তখন আমার মা মারা যান। শেষবারের মতো তাঁর ফোন ধরতে পারিনি, ভেবেছিলাম পরের দিন কথা বলব। কিন্তু পরদিনই তিনি ছিলেন না। ঠিক তাঁর ৪৫ দিন পরে বাবাকেও হারাই। বয়স বাড়ার পর জীবনের সঙ্গী হারানো অপূরণীয় ক্ষতি। তাই প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখুন, তাদের সময় দিন।"

Advertisment

Kalpurush Band: ৯ বছরের বিরতির পর কালপুরুষের নবম অ্যালবাম, নেপথ্যের আসল গল্প শুনলে..

আলোচনার সময় অভিনেত্রী কুব্রা সাইতও আবেগঘন মন্তব্য করে বলেন, "এমন পরিস্থিতি যখন ঘটে, তখন এর চেয়ে খারাপ কিছু আর হয় না।" অন্যদিকে সপ্তাহান্তে শো-এর উপস্থাপক আশনির গ্রোভার প্রতিযোগীদের পারফরম্যান্স নিয়ে মতামত জানান। তিনি আরবাজ প্যাটেলের শারীরিক লড়াইয়ের সমালোচনা করে সতর্কবার্তা দেন যে এমন আচরণের কারণে প্রতিযোগীরা বহিষ্কৃতও হতে পারেন।

এপিসোডে আরেকটি টুইস্ট আসে, যখন অর্জুন বিজলানি টাস্কে জয়লাভ করে শাসক পদে জায়গা করে নেন এবং পেন্টহাউসে নিজের আধিপত্য রক্ষা করেন।

Entertainment News Entertainment News Today