আবারও খারাপ সংবাদ বলিউডে। ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত রাজু শ্রীবাস্তব ( Raju Shrivastava )। কমেডিয়ানকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেমন আছেন এখন তিনি?
তার টিমের সদস্যদের তরফে জানানো হয়েছে, জিম করাকালীন হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। আপাতত হাসপাতালে ভাল আছেন, চিন্তার কোনও কারণ নেই। AIIMS -এ চিকিৎসাধীন অভিনেতা, নিজের সেন্সেই রয়েছেন। ট্রেডমিলে দৌড়ানো কালীন হঠাৎ করেই অজ্ঞান হয়ে যান অভিনেতা। তখনই তাকে দিল্লী AIIMS এ নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন < হাতে গোনা হল পেল ‘ভটভটি’, টলিপাড়ার ‘নোংরা রাজনীতি’ নিয়ে সরব তথাগত-শ্রীলেখারা >
চিকিৎসকরা জানিয়েছেন, কিছুদিনের জন্য তাকে অবজারভেশনে রাখা হবে। তারপরেই ছাড়া হবে। এখনও বেশি কিছু জানানো সম্ভব নয়। অভিনেতাকে নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, এমনটা জানিয়েছেন তার দলের সদস্যরা। ছোট অ্যাটাক, ভাল আছেন এখন রাজু।
প্রসঙ্গত, স্ট্যান্ড আপ কমেডির জগতে বেশ পুরনো নাম রাজু। নিজের কৌতুকের মাধ্যমে প্রচুর মানুষের মন জয় করেছেন। বেশ কিছুদিন আগেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, দিপেশ ভানের। তার আগে সিদ্ধার্থ শুক্লা। তবে বলিউড ফিল্মে বেশ পরিচিত নাম রাজু। 'ম্যানে প্যার কিয়া', 'বোম্বে টু গোয়া', 'আমদানি আঠানি খরচা রুপাইয়া' - ছবিতেও কাজ করেছেন তিনি।