Advertisment

ঘরবন্দি হয়েই একসঙ্গে সিনেমা দেখছে গোটা পাড়া! বুদ্ধি খাটালেন আইরিশ যুবক

সারা পৃথিবী জুড়েই বেশিরভাগ দেশে চলছে লকডাউন। বাড়ি থেকে না বেরিয়েই প্রতিবেশীরা সবাই দেখলেন সিনেমা, আয়ারল্যান্ডের একটি এলাকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Community movie night amid lockdown through terrace wall projection in an Irish neighbourhood

এভাবেই গোটা পাড়াকে সিনেমা দেখালেন যুবক।

করোনাভাইরাস প্রতিরোধে ভারত-সহ পৃথিবীর বেশিরভাগ দেশেই চলছে লকডাউন। সব নাগরিকদেরই বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। কেউ আর অভ্যাসমতো সিনেমা-থিয়েটার যেতে পারছেন না। কাঁহাতক আর বাড়িতে আটকে থাকা যায়। কিছুদিন পর থেকে তাই মনমরা হয়ে পড়ছেন বহু মানুষ। সম্প্রতি বাড়ি থেকে না বেরিয়েই একসঙ্গে সিনেমা দেখার ব্যবস্থা করলেন আয়ারল্যান্ডের এক যুবক।

Advertisment

আসলে এই বুদ্ধিটা বহু পুরনো, অনেকেই হয়তো এটা করেছেন নিজের নিজের বাড়ির ছাদে। ব্যাপারটা হল ওয়াল প্রোজেকশন। আয়ারল্যান্ডের একটি বিশেষ পাড়ায় সেই পুরনো পদ্ধতিই প্রয়োগ করা হয়েছে কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা ঘটেছে আর একটু বৃহত্তর আকারে। বেশ শক্তিশালী একটি প্রোজেক্টর দিয়ে উল্টোদিকের বাড়ির বিরাট দেওয়ালে ওপেন এয়ার প্রোজেকশনের ব্যবস্থা করা হয়। তাই প্রায় গোটা পাড়াই একসঙ্গে সিনেমা দেখেছে, সামাজিক দূরত্ব বজায় রেখেই।

আরও পড়ুন: সেলিনার কামব্যাক, শ্রী-র ডেবিউ! নববর্ষে জিফাইভ-এ আসছে রাম কমলের ছবি

এই মজার মুভি নাইটের আইডিয়াটি লুফে নিয়েছেন নেটিজেনরা। সম্প্রতি টুইটারে গোটা ঘটনাটির ছবি আপলোড করেছেন জনৈক ক্লেয়ার কেওফ। তিনি ওই পোস্টে লেখেন যে তাঁর প্রতিবেশী স্কট ডুগান এই বিশেষ কমিউনিটি মুভি নাইটের উদ্যোক্তা। মেরিলিন মনরোর বিখ্যাত ছবি 'জেন্টলমেন প্রেফারস ব্লন্ডিস' ছবিটি তিনি এই পদ্ধতিতে ওপেন-এয়ার প্রোজেকশন করেছেন। দেখে নিতে পারেন সেই টুইটার পোস্টটি নীচের লিঙ্কে ক্লিক করে--

আরও পড়ুন: সামাজিক দূরত্বে থেকেও বন্ধুত্বের অঙ্গীকারের বার্তা ‘লকড ইন টুগেদার’

এখন প্রশ্ন উঠতেই পারে মনে যে ছবিটা না হয় দেখা গেল ওয়াল প্রোজেকশনে, কিন্তু ছবির সংলাপ কী করে শোনা গেল? সেখানেও বেশ অভিনব পদ্ধতি অবলম্বন করা হয়। এফএম সিগন্যাল ব্যবহার করে সম্প্রচার করা হয়েছে ছবির সাউন্ড। নেটিজেনরা তো উচ্ছ্বসিত স্কট ডুগান-এর এই

ইনোভেশনে। টুইটারে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। এর পরে সারা পৃথিবী থেকেই হয়তো এমন পাড়া-প্রতিবেশীদের নিয়ে সিনেমা দেখার খবর আসবে, লকডাউন চলাকালীন। আর লকডাউন উঠে গেলেও মাঝেমধ্যে নিজের নিজের বাড়ির বারান্দা অথবা বাগানে বসে চা-টা খেতে খেতে এমন সিনেমা দেখার অভিজ্ঞতা মন্দ না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment