scorecardresearch

বুকের খাঁজে লক্ষ্মীর লকেট, হিন্দু ধর্মের ‘বিরুদ্ধাচরণ’! তাপসী পান্নুর বিরুদ্ধে মামলা দায়ের

তাপসী পান্নুর বিরুদ্ধে মামলা দায়ের BJP বিধায়কের ছেলের..।

Tapsee Pannu, Tapsee Pannu news, Tapsee Pannu trolled, Tapsee Pannu fashion, bollywood news, তাপসী পান্নু, বলিউড নায়িকাদের ফ্যাশন, বলিউডের খবর
তাপসী পান্নুর বিরুদ্ধে মামলা দায়ের BJP বিধায়কের ছেলের

হিন্দু ধর্মের বিরুদ্ধাচরণের অভিযোগ উঠল তাপসী পান্নুর বিরুদ্ধে। যার জেরে এবার আইনি জটিলতায় অভিনেত্রী। দিন কয়েক আগেই, এক ফ্যাশন শোয়ের ছবি-ভিডিও শেয়ার করেছিলেন তাপসী। সেখানে জ্বলজ্বল করছিল অভিনেত্রীর বুকের খাঁজে থাকা হিন্দু দেবীর লকেট। যা দেখে রে-রে করে উঠেছিল নেটপাড়ার একাংশ! এবার সেই প্রেক্ষিতেই সনাতন হিন্দু ধর্মকে অপমানের অভিযোগে মামলা দায়ের হল তাপসী পান্নুর বিরুদ্ধে।

সোমবার হিন্দু রক্ষক সংগঠনের তরফে অভিনেত্রীর বিরুদ্ধে ইন্দোরে মামলা দায়ের করা হয়েছে। বিজেপি বিধায়ক মালিনী গৌরের ছেলে একলব্য সিং গৌর, যিনি হিন্দু রক্ষক সংগঠনের আহ্বায়কও, সেই তিনিই অভিনেত্রী তাপসী পান্নু বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হিন্দু ধর্মকে অপমানের অভিযোগে। তাঁর বক্তব্য, “খোলামেলা পোশাক পরে দেবী লক্ষ্মীর লকেট গলায় ঝুলিয়ে সনাতন হিন্দু ধর্মকে অপমান করেছেন তাপসী।”

উল্লেখ্য, সম্প্রতি মুম্বইয়ের জনপ্রিয় ল্যাকমে ফ্যাশন উইকে ব়্যাম্প মাতিয়েছেন তাপসী পান্নু। ডিজাইনার মনীশা জয়সিংহের তৈরি গাউন পরেই মার্জার সরণীতে গ্ল্যামারের দ্যুতি ছড়ান অভিনেত্রী। সঙ্গে মানানসই ভারী দক্ষিণী স্টাইলের গয়না। যার লকেটে দেবী লক্ষ্মীর মূর্তির শোভা পাচ্ছে। একেবারে উন্মুক্ত বক্ষবিভাজিকার মাঝ বরাবর ঝুলছে সেই লকেট।

[আরও পড়ুন: স্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটির মামলা! ২৪ ঘণ্টায় পাল্টি খেয়ে ‘সেটেলমেন্ট’ চাইলেন নওয়াজউদ্দিন]

তবে ফ্যাশনিস্তারা তাপসীর এমন স্টাইল স্টেটমেন্ট দেখে প্রশংসায় ভরিয়ে দিলেও একপক্ষ কিন্তু বেজায় আপত্তি তুলেছিলেন। কারণ ঠাকুর-দেবতা নিয়ে এমন রসিকতা তাঁদের না-পসন্দ! সেই গয়নার জন্যই এবার আইনি বিপাকে পড়তে হল তাপসী পান্নুকে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Complaint against taapsee pannu for allegedly hurting religious sentiments