scorecardresearch

স্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটির মামলা! ২৪ ঘণ্টায় পাল্টি খেয়ে ‘সেটেলমেন্ট’ চাইলেন নওয়াজউদ্দিন

দাম্পত্য কলহে জেরবার নওয়াজ!..

Nawazuddin Siddiqui, Nawazuddin Siddiqui news, Nawazuddin Siddiqui ex wife, Nawazuddin Siddiqui wife, Nawazuddin Siddiqui 100 cr defamation case, নওয়াজউদ্দিন সিদ্দিকি, আলিয়া, নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী, বলিউডের খবর
নওয়াজউদ্দিন সিদ্দিকি

দাম্পত্য কলহ, বৈবাহিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে অনেক আগেই। যার জেরে ভুগছে সিনেমার রিলিজও। নওয়াজউদ্দিন সিদ্দিকির চরিত্র নিয়েও কাটাছেঁড়ার অন্ত নেই। অভিনেতার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন স্ত্রী আলিয়া। এত্তসবের মাঝেই স্ত্রীয়ের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছিলেন নওয়াজউদ্দিন। তবে তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ‘সেটেলমেন্ট’ করতে চেয়ে আইনি নোটিস পাঠালেন অভিনেতা।

প্রসঙ্গত, বছর খানেক ধরেই বৈবাহিক কলহের জেরে মারাত্মক ভুগছেন নওয়াজউদ্দিন। অনেক আগেই এক ছাদের তলায় থাকা চুকে-বুকে গিয়েছে! দুই সন্তানকে নিয়ে আলাদা থাকছেন আলিয়া। এরই মাঝে নওয়াজউদ্দিনের ভাই রিজওয়ান সিদ্দিকি অভিনেতা-দাদার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন। এমনকী, আলিয়ার হয়ে আদালতে মামলাও লড়ছেন রিজওয়ানই। সেই প্রেক্ষিতেই দুজনের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তবে এবার ব্যক্তিগত স্তরে মামলা মিটিয়ে নিতে চাইছেন অভিনেতা। সেই মর্মেই আইনি নোটিস গিয়েছে আলিয়ার কাছে।

[আরও পড়ুন: মুম্বইয়ে সুরকারের সঙ্গে তুমুল বচসা, রাগের চোটে গালিগালাজও করেন রূপঙ্কর!]

২৭ মার্চ, সোমবার বম্বে হাইকোর্টে হাজিরা দিতে হবে নওয়াজউদ্দিন ও আলিয়াকে। স্ত্রীয়ের তরফে যে মামলা দায়ের হয়েছে, তার শুনানি হবে আজই। আদালতের তরফে সাফ জানানো হয়েছে যে, নিজেদের মধ্যেকার ঝামেলা আলোচনা করে মিটিয়ে নিতে হবে দুজনকে। এদিকে গত শনিবারই নওয়াজের আইনজীবী আলিয়াতে এক চিঠি পাঠিয়েছেন। যেখানে লেখা, সোমবার আদালতে শুনানির আগে আলোচনার জন্য রাজি আছেন নওয়াজ।

এর আগে ২৩ মার্চ নওয়াজউদ্দিন ও আলিয়া দুই পক্ষই বম্বে হাইকোর্টে জানিয়েছিলেন যে, বাচ্চাদের জন্য নিজেদের মধ্যেকার সমস্ত ঝামেলা মিটিয়ে নিতে রাজি আছেন তাঁরা। তার দিন কয়েক আগেই স্ত্রী আলিয়া ও ভাই রিজওয়ানের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা দায়ের করেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি পুরনো বিবাদ ভুলে সন্তানদের জন্য আবারও এক ছাদের তলায় থাকবেন নওয়াজ ও আলিয়া? সময়ই দেবে সেই উত্তর।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Nawazuddin siddiqui seeks settlement with ex wife after filing 100 cr defamation case