সম্প্রতি মুক্তি পেয়েছে 'এমার্জেন্সি'র টিজার। ইন্দিরা গান্ধীর অবতারে কঙ্গনা রানাউতকে দেখে নেটদুনিয়া ধন্য ধন্য করলেও বেজায় চটেছে কংগ্রেস। ইতিমধ্যেই বিরোধী দলের দাবি, "বিজেপির হয়ে ইন্দিরা গান্ধিকে অপমান করছেন কঙ্গনা।"
প্রসঙ্গত, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন জরুরি অবস্থার প্রেক্ষাপটে গল্প সাজিয়ে সিনেমা তৈরি করছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। যে সিনেমায় প্রিয়দর্শিনীর ভূমিকায় অভিনয় করার পাশাপাশি পরিচালকের আসনেও তিনি। 'এমার্জেন্সি'র পয়লা ঝলক প্রকাশ্যে আসতেই কঙ্গনা রানাউতের প্রশংসায় ধন্য ধন্য করেছে নেটদুনিয়া। কিন্তু নায়িকাকে তুলোধনা করে ছাড়ল কংগ্রেস।
তাঁদের দাবি, ইন্দিরা গান্ধীর মতো সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে ছেলেখেলা করছেন কঙ্গনা। শুধু তাই নয়, কংগ্রেস এও দাবি তুলেছে যে, 'এমার্জেন্সি' রিলিজের আগে তাঁদের দেখাতে হবে সিনেমাটা। যাতে করে কোনও ইন্দিরা গান্ধীকে নিয়ে কোনও আপত্তিকর দৃশ্য দেখানো হলে সেন্সর বোর্ডের কাছে সেটা ছাঁটার আবেদন রাখতে পারেন তাঁরা।
কংগ্রেসের তরফে এমন দাবি শুনে চুপ থাকেনি ভারতীয় জনতা পার্টিও। গেরুয়া শিবিরের মতামত, 'এমার্জেন্সি'কে টার্গেট করার একটাই উদ্দেশ্য কংগ্রেস আসলে ভয় পেয়ে গিয়েছে। পাল্টা দিতে ছাড়েননি মধ্যপ্রদেশেরে কংগ্রেস মিডিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা ভার্মা বলেন, "কঙ্গনা রানাউত বিজেপির এজেন্ট। ইন্দিরা গান্ধীকে কালিমালিপ্ত করতে পারেন তিনি।" সেই প্রেক্ষিতেই রিলিজের আগে কংগ্রেসকে 'এমার্জেন্সি' দেখানোর দাবি তুলেছেন তিনি।
<আরও পড়ুন: ফের নাইটক্লাবে শাহরুখ-পুত্র আরিয়ান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল>
অন্যদিকে, মধ্যপ্রদেশের বিজেপি মুখপাত্র রাজপাল সিসোদিয়ার মন্তব্য, "দেশের গণতন্ত্রে জরুরি অবস্থা নিঃসন্দেহে এক কলঙ্কিত অধ্যায়। যার নেপথ্যের নায়িকা ছিলেন ইন্দিরা গান্ধী। তাই এইবিষয়ে এখন আর সরব হয়ে কী লাভ?" সবমিলিয়ে মুক্তির আগেই কঙ্গনা রানাউতের 'এমার্জেন্সি' নিয়ে তোলপাড় রাজনীতি।
উল্লেখ্য, কঙ্গনা বরাবরই বিজেপি ঘেঁষা অভিনেত্রী। একাধিকবার নিজেও গেরুয়া শিবিরের হয়ে মুখ খুলেছেন। আর সেই প্রেক্ষিতেই 'এমার্জেন্সি'র ঝলকে ইন্দিরা গান্ধীর চরিত্রে স্বঘোষিত বিজেপি সমর্থক নায়িকাকে দেখে রেগে কাঁই কংগ্রেস।
প্রসঙ্গত, উচ্ছ্বসিত কঙ্গনা এর আগে জানিয়েছিলেন, “ভারতের ইতিহাসের অন্যতম আইকনিক রাজনৈতিক ব্যক্তিত্ব ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে রয়েছি।” স্বাভাবিকবশতই কঙ্গনার এই নতুন ছবির ঘোষণা নজর এড়ায়নি নেটিজেনদের। গেরুয়া শিবির সমর্থক, যে অভিনেত্রী কিনা অহরাত্র কংগ্রেসকে তুলোধোনা করেন, সেই তিনিই এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন? প্রশ্ন তুলেছিলেন নেটজনতার একাংশ। এবার কঙ্গনা রানাউতের 'এমার্জেন্সি' নিয়ে আপত্তি তুলল কংগ্রেস পার্টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন