Advertisment
Presenting Partner
Desktop GIF

করোনা প্রভাব, পিছিয়ে গেল 'গুলদস্তা'-র মুক্তি

'টনিক', 'ধর্মযুদ্ধ'-এর পর এবার পিছিয়ে গেল 'গুলদস্তা'-র মুক্তি। আগামী ২৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল অর্জুন দত্তর দ্বিতীয় ছবির।

author-image
IE Bangla Web Desk
New Update
guldasta

'গুলদস্তা' ছবির পোস্টার।

করোনাভাইরাসের আক্রমণে ক্রমশই জটিলতর হয়ে উঠছে দেশের পরিস্থিতি। করোনাভাইরাসের মারণ থাবায় ক্রমেই ভারতে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সেই সংখ্যা ছুঁল ১৭৩। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে চারজনের। করোনা সংক্রমণের মারাত্মক প্রভাবের ফলে ৩০ মার্চ পর্যন্ত বন্ধ টলিউডের সমস্ত শুটিং। বন্ধ করে দেওয়া হয়েছে প্রেক্ষাগৃহ। এমতবস্থায় পিছিয়ে যাচ্ছে একের পর এক ছবি।

Advertisment

'টনিক', 'ধর্মযুদ্ধ'-এর পর এবার পিছিয়ে গেল 'গুলদস্তা'-র মুক্তি। আগামী ২৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল অর্জুন দত্তর দ্বিতীয় ছবির। কিন্তু আপাতত তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল। ছবির তিন মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় ও দেবযানী চট্টোপাধ্যায়।

আরও পড়ুন, সমালোচকদের উদ্দেশে ভিডিয়ো বার্তা মিমির

‘রূপ প্রোডাকশান এন্ড এন্টারটেনমেন্ট’ প্রযোজনায় অর্জুন দত্তর পরবর্তী ছবি ‘গুলদস্তা’। ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে তিন নারী চরিত্রকে- শ্রীরূপা, ডলি এবং রেণু। তিনজনের জগৎ আলাদা তবুও একই ঘেরাটোপে ঘুরে ঘুরে আসে তারা। জীবনের ক্রাইসিস, সম্পর্ক তাদের কোন ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে নিয়ে যায় সেই কাহিনিই বলতে চলেছে ‘গুলদস্তা’।

তিনজন মুখ্য চরিত্র ছাড়াও ছবিতে দুটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনুভব কাঞ্জিলাল (দেবযানীর ছেলের চরিত্রে) এবং অনুরাধা মুখোপাধ্যায়। এ ছাড়াও রয়েছেন অভিজিৎ গুহ, ইশান মজুমদার। করোনা আতঙ্কে জর্জরিত শহর। সেই কারণেই এই সিদ্ধান্ত।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Bengali Cinema Swastika Mukherjee
Advertisment