বুধবার মেগাস্টার অমিতাভ বচ্চন জানান, তিনি ''সোশাল বার্তা''-র জন্য ভিডিও শুট করছেন পাশাপাশি কৌন বনেগা ক্রোড়পতি-র প্রোমোও শুট করার প্রস্তুতি নিয়েছেন। তবে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা হচ্ছে, তা নিয়ে নিশ্চিত হওয়ার পরই শুরু হয়েছে কাজ।
তাঁর অফিসিয়াল ব্লগে ৭৭ বছরের বর্ষীয়ান অভিনেতা লেখেন, একদিনেই সমস্ত ভিডিও শুট করা হয়েছে। বিগ বি লেখেন, “হ্যাঁ আমি কাজ করেছি। এ নিয়ে কোনও সমস্যা! যদি হয় তাহলে সেটা নিজের কাছে রাখুন। যদি মনে হয় লকডাউনের পরিস্থিতিতে এটা করা উচিৎ হয়নি, তাহলে জানিয়ে দেওয়া ভাল যতটা সচেতন হওয়া যায় সেই সমস্ত রকম সাবধানতা মেনেই কাজ হয়েছে।
দুদিনের শিডিউলে যা করার কথা ছিল সমস্তটাই একদিনে সেরে নেওয়া হয়েছে। বিকেল ৬টায় শুরু হয়ে, কিছুক্ষণ আগেই শেষ শট দিয়েছি।''
আরও পড়ুন, প্রথমবার একসঙ্গে পর্দায় কৌশিক-রেশমি-ঋদ্ধি, সৌজন্যে শিবপ্রসাদ
জনপ্রিয় গেম শো কৌন বনেগা ক্রোড়পতি-র ১২তম সিজনও সঞ্চালনা করবেন অমিতাভ বচ্চন। করোনার দুর্যোগের মধ্যেই ডিজিটালি শুরু হল বাছাই পর্ব। করোনভাইরাসের আতঙ্কে কীভাবে অনুষ্ঠানটি পরিচালনা করা তা নিয়ে জল্পনা কল্পনাও শুরু হয়ছিল।
এই সিজনের রেজিস্ট্রেশন প্রোমোর জন্য, বচ্চন তাঁর বাড়ি থেকে ভিডিওটি শুট করেছিলেন, দূর থেকে দঙ্গল-এর পরিচালক নীতেশ তিওয়ারি পরিচালনা করছেন শো।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন