Advertisment
Presenting Partner
Desktop GIF

রাজামৌলির কপাল খুলে দিল '২৩, সেরা বিদেশি সিনেমা, গানের পুরস্কার পেল RRR

Critics Choice Awards-এ 'নাটু নাটু' গান আবার পুরস্কার জিতল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Critics Choice Awards 2023, RRR, Naatu Naatu, SS Rajamouli, এসএস রাজামৌলী, নাটু নাটু, ক্রিটিকস চয়েস পুরস্কার, দক্ষিণী সিনেমা

Critics Choice Awards-এ বাজিমাত RRR-এর

তেইশের শুরুতেই ছক্কা হাঁকিয়ে চলেছেন এসএস রাজামৌলী। নতুন বছর যেন পরিচালকের কপাল খুলে দিল! কারণ দিন দুয়েক আগেই Golden Globes-এর মঞ্চে বাজিমাত করেছে RRR। তার রেশ কাটতে না কাটতেই এবার ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিল এই সিনেমা।

Advertisment

গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড-এর সেরা অরিজিনাল সং বিভাগে পুরস্কার পেয়েছে RRR ছবির ‘নাটু নাটু’ গান। এবার তেইশের Critics Choice Awards-এর মঞ্চে সেরা বিদেশি ভাষার সিনেমার শিরোপা পেল RRR। শুধু তাই নয়, গোল্ডেন গ্লোবস-এর পর ক্রিটিকস চয়েসের মঞ্চেও সেরা গানের পুরস্কার জিতে নিল 'নাটু নাটু'। ডবল ধামাকায় ছবির দুই অভিনেতা রামচরণ, জুনিয়র এনটিআর সকলেই আপ্লুত। আবারও আন্তর্জাতিক বিনোদুনিয়ার আঙিনায় ভারতকে গর্বিত করলেন রাজামৌলী।

প্রসঙ্গত, এই বিভাগে পাঁচটা সিনেমাকে হারিয়ে বাজিমাত করেছে RRR। 'অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট', 'আর্জেন্টিনা, ১৯৮৫', 'বার্ডো, ফলস ক্রনিকল অফ আ হ্যান্ডফুল অফ ট্রুথস', 'ক্লোস', 'ডিসিশন টু লিভ'- এই ৫ সিনেমাকে টেক্কা দিয়ে সেরা বিদেশি ভাষার সিনেমা হিসেবে পুরস্কার পেল RRR।

<আরও পড়ুন: জটিল রোগে আক্রান্ত হৃতিক রোশন, মাঝেমধ্যেই ছুটছেন হাসপাতালে>

উল্লেখ্য, বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগ ছাড়াও Critics Choice Awards-এ RRR আরও তিনটে বিভাগে মনোনীত হয়েছে- সেরা পরিচালক, সেরা ছবি ও সেরা ভিস্যুয়াল এফেক্টস বিভাগে। যদিও বাকি তিনটে বিভাগে শিঁকে ছেড়েনি রাজামৌলীর কপালে।

গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড-এও বিদেশি ভাষার সিনেমা বিভাগে মনোনীত হয়েছিল RRR। তবে সেখানে শিঁকে না ছিড়লেও এবার ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে সেরা বিদেশি ভাষার সিনেমার শিরোপা জিতল RRR।

bollywood RRR South Film Industry Jr NTR SS Rajamouli ramcharan
Advertisment