Actor Passed Away: জটিল অসুখেই আর ফেরা হল না লাইমলাইটে, চলে গেলেন জনপ্রিয় অভিনেতা

Actor Passed Away: এই থিয়েটার এবং টেলিভিশন আইকন নিজের কাজের জন্য পরিচিত ছিলেন গোটা বিশ্বে। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। লড়াই করছিলেন রোগের সঙ্গে। তবে, আর শেষ রক্ষা হল না...

Actor Passed Away: এই থিয়েটার এবং টেলিভিশন আইকন নিজের কাজের জন্য পরিচিত ছিলেন গোটা বিশ্বে। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। লড়াই করছিলেন রোগের সঙ্গে। তবে, আর শেষ রক্ষা হল না...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Dead Body, Kangaroo Court, Woman Assaulted

চলে গেলেন অভিনেতা...

Actor Passed Away: মৃত্যুর খবর চারিদিকে। একের পর এক তারকা প্রয়াত। না ফেরার দেশে পাড়ি দিচ্ছেন বেশিরভাগ। এমনই খবর আসছে আরেক তারকার মৃত্যুর। থিয়েটার আইকন এই অভিনেতা, দীর্ঘদিন নিজের অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে সকলকে মনোরঞ্জন করেছেন। এবার, প্রয়াত জনপ্রিয় অভিনেতা। 

Advertisment

বয়স হয়েছিল প্রায় ৮২। এই থিয়েটার এবং টেলিভিশন আইকন নিজের কাজের জন্য পরিচিত ছিলেন গোটা বিশ্বে। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। লড়াই করছিলেন রোগের সঙ্গে। তবে, বয়স হয়ে যাওয়ায় আর যুজে উঠতে পারলেন না। বরং, সব শেষ করে দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কাস্টিং ডিরেক্টর লিবিয়া বাতিস্তা মোরা। 

প্রসঙ্গে আইকন এবং জনপ্রিয় অভিনেতা স্যামুয়েল ক্ল্যাক্সটন। স্যামুয়েলের আপ্ত সহায়ক লিবিয়া শেষ সময়ে তাঁর দেখাশোনা করেছেন। শুধু তাই নয় অভিনেতা দীর্ঘদিন যে ধরণের ঝুঁকির মধ্যে ছিলেন, সেদিকটাও তিনি দেখতেন। নানা সময়ে নানা বিখ্যাত ছবিতে কাজের জন্য তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। বিশেষ করে, ম্যান্টিলা চরিত্রের জন্য তিনি দারুণ প্রশংসা পান। লা আল্টিমা সেনা, এন ৩ ওয়াই ২ - ও নানা ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। 

Bollywood: মা-স্ত্রী-প্রেমিকা, এক হিরোর জীবনে সব ধরনের ভূমিকা পালন করছেন, ৫৩ বছরের সুন্দরী বলি অভিনেত্রী! চেনেন তাঁকে?

Advertisment

অভিনেতা লাইমলাইট থেকে দুরেই থাকতেন। এবং তাঁর খেয়াল রাখতে কোনোরকম খামতি রাখতেন না তাঁর স্ত্রী। প্রাতিষ্ঠানিক সহায়তা তিনি পাননি, তবে একথা একেবারেই ঠিক নিজের মতো করে তিনি জীবন কাটিয়েছেন। 

শেষ বছরগুলি খুব কষ্ট পেয়েছিলেন তিনি। মূত্রাশয় কার্সিনোমার জন্য অস্ত্রোপচার, পারকুটেনিয়াস নেফ্রোস্টোমি এবং গুরুতর শারীরিক সীমাবদ্ধতা তাঁকে নানা সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। এই বছরের এপ্রিল এবং মে মাসে, কিউবা অ্যাক্টরস প্ল্যাটফর্ম এবং লিবিয়া বাতিস্তা মোরা সামাজিক মিডিয়ায় ডিসপোজেবল ডায়াপার, মূত্রনালীর ক্যাথেটার, মূত্র সংগ্রহের ব্যাগ এবং একটি হুইলচেয়ার পাওয়ার জন্য জরুরি তলব করে। পরে, সেটি সংহতির জন্য দান করা হয়। 

Entertainment News Entertainment News Today entertainment