Advertisment
Presenting Partner
Desktop GIF

ডি কোম্পানির ওয়েব সিরিজ আনছেন রামগোপাল ভার্মা

ডি কোম্পানির শুটিং কিছুদিনের মধ্যেই শুরু হবে। কলাকুশলীদের নামও ঘোষিত হবে কিছুদিনের মধ্যেই। আরজিভি জানিয়েছেন, অন্তত ৫টি সিজন থাকবে ডি কোম্পানির। প্রতি সিজনে থাকবে ১০টি করে এপিসোড।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ওয়েব সিরিজে ডি কোম্পানি আসছে

ডি কোম্পানি নিয়ে ওয়েব সিরিজ বানাতে চলেছেন রামগোপাল ভার্মা। বৃহস্পতিবার এ সম্পর্কে ফেসবুকে জানিয়েছেন সত্যা পরিচালক। তিনি লিখেছেন, এটাই হতে চলেছে মুম্বাই আন্ডারওয়ার্লডের অন্তিম বিবরণী। ‘‘ডি কোম্পানি নিয়ে গবেষণা করতে গিয়ে গত বিশ বছর ধরে আমি গ্যাংস্টার থেকে এনকাউন্টার কপ থেকে আন্ডারওয়ার্ল্ডের দালাল, এমনকি আন্ডারওয়ার্লডের সঙ্গে জড়িত বহু ফিল্ জগতের লোকজনের  সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছি’’, জানিয়েছেন তিনি।

Advertisment

এই ওয়েব সিরিজে কেবল দাউদের জীবনই দেখানো হবে না। পুরো ডি কোম্পানিই এর বিষয়। রামগোপাল লিখছেন, ‘‘ডি কোম্পানি সিরিজে দেখা যাবে খুচরো গুণ্ডা দুউদ ইব্রাহিম কীভাবে পাঠান গ্যাংকে উৎখাত করল এবং দুবাইয়ে চলে যাওয়ার পর রুপোলি পর্দার তারকা সহ বিভিন্ন ক্ষমতাধর লোকজনের সঙ্গে মিশে ডি কোম্পানিকে গ্ল্যামারাস ও কর্পোরেট চেহারা দিল।’’

এ ব্যাপারে আরও তথ্য দিয়েছেন তিনি। জানিয়েছেন, কীভাবে বাবরি মসজিদ ধ্বংসের পরে ভয়াবহ দাঙ্গা, সেখান থেকে ৯৩-এর মুম্বই বিস্ফোরণ, ছোটা রাজনের দাউদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ছোট ছোট গ্যাংয়ের লিডারদের উপরে ওঠার বাসনা, এসবের ফলে ৯-এর দশকের শেষে অপরাধমূলক কাজকর্মের বাড়বৃদ্ধি, এসবই থাকবে তাঁর এই ওয়েব সিরিজে।

আরও পড়ুন, Sacred Games leaked on Tamilrockers: ওয়েবেই ফাঁস ওয়েব সিরিজ

ডি কোম্পানির শুটিং কিছুদিনের মধ্যেই শুরু হবে। কলাকুশলীদের নামও ঘোষিত হবে কিছুদিনের মধ্যেই। আরজিভি জানিয়েছেন, অন্তত ৫টি সিজন থাকবে ডি কোম্পানির। প্রতি সিজনে থাকবে ১০টি করে এপিসোড।

সত্যা থেকে ডি কোম্পানি, বহু ছবিতেই বার বার মুম্বইয়ের অন্ধকার জগতের কথা তুলে এনেছেন রামগোপাল ভার্মা। এবার তাঁর নতুন প্রকল্পে নতুন কী দেখান তিনি, সে দিকে তাকিয়ে আছেন রামগোপাল অনুরাগীরা তো বটেই, রামগোপাল বিরোধীরাও।

কিছুদিন আগেই অনুরাগ কাশ্যপদের পরিচালনায় আন্ডারওয়ার্লড নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ সেক্রেড গেমস। নওয়াজ, সাইফ, নীরজদের অভিনয় প্রশংসা কুড়িয়েছে সমালোচকদেরও। সেক্রেড গেমসকে জনপ্রিয়তায় ছাপিয়ে যেতে পারবে কিনা ডি কোম্পানি, তাও নিশ্চিত ভাবেই ভাবাচ্ছে আরজিভি-কে।

web series Madras Rockers
Advertisment