Advertisment
Presenting Partner
Desktop GIF

করোনা আক্রান্ত সৌরভ, বন্ধ 'দাদাগিরি'র শুটিং, স্যানিটাইজ করা হল সেট

'দাদাগিরি'র গোটা টিমের কলাকুশলীদেরও করোনা পরীক্ষা করানো হবে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sourav Ganguly, Covid Negative Sourav Ganguly, Sourav Ganguly back to work, Dadagiri, দাদাগিরি, সৌরভ গঙ্গোপাধ্যায়, করোনামুক্ত সৌরভ, BCCI President Sourav Ganguly, bengali news today

'দাদাগিরি'র শুটিংয়ে ফিরলেন সৌরভ

কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে 'দাদা'। যার জেরে এবার বন্ধ হল 'দাদাগিরি'র শুটিং। মঙ্গলবার সকালেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কোভিড (Covid-19) রিপোর্ট পজিটিভ আসে। সেই খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় ক্রিকেট মহল থেকে দাদার অনুরাগীরা।

Advertisment

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দুনিয়ার প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্টের সঞ্চালনায় 'দাদাগিরি' বর্তমানে রীতিমতো সুপারহিট নন-ফিকশন টেলিভিশন শো। বিগত কয়েকটা সিজনে ছক্কা হাঁকানোর পর 'দাদাগিরি আনলিমিটেড সিজন ৯' (Dadagiri Unlimited Season 9) -ও সুপারহিট দর্শকদের অন্দরমহলে। প্রতি সপ্তাহে শনিবার, রবিবার রাত সাড়ে ৯টায় দর্শকদের চোখ থাকে জি বাংলার পর্দায়। ক্যুইজের পাশাপাশি আড্ডা, রসিকতায় দাদা মাতেন প্রতিযোগীদের সঙ্গে। কিন্তু এবার সৌরভ কোভিডে আক্রান্ত হওয়ায় আপাতভাবে নির্মাতাদের স্থগিত রাখতে হল শুটিং।

<আরও পড়ুন: অনলাইন ক্যাব বুক করে ভোগান্তির শিকার ঋতাভরী! উগরে দিলেন ক্ষোভ>

যে বা যাঁরা বিগত কয়েকদিনে সৌরভের সংস্পর্শে এসেছেন, নিয়মানুযায়ী তাঁদের প্রত্যেককে কোভিড টেস্ট করাতে হবে। সেই প্রেক্ষিতে 'দাদাগিরি'র গোটা টিমের কলাকুশলীদেরও করোনা পরীক্ষা করাতে হবে। পাশাপাশি গত কয়েকদিনে যেসমস্ত প্রতিযোগীরা অংশ নিয়েছেন সংশ্লিষ্ট শোয়ে তাঁদের সবারও কোভিড করানো হবে। সূত্রের খবর, নির্মাতারা গোটা সেট স্যানিটাইজ করার পাশাপাশি সতর্কতা অবলম্বনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই।

জানা গিয়েছে, একটি বেসরকারি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার সকালে প্রথমে কোভিড টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তারপরে আবার একটি পরীক্ষা করা হয়। দ্বিতীয় টেস্টেও কোভিড রিপোর্ট পজিটিভ আসে। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল আছেন প্রাক্তন ভারত অধিনায়ক। মৃদু উপসর্গ রয়েছে তাঁর শরীরে। তবে, সৌরভ করোনায় আক্রান্ত হলেও স্ত্রী ডোনা এবং মেয়ে সানার কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। ওমিক্রন আতঙ্কে ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ।

বিগত কয়েক দিন ধরে কাজের সূত্রে একাধিকবার বাইরে যেতে হয়েছে সৌরভকে। সেখান থেকেই তিনি সংক্রামিত হয়েছেন বলে অনুমান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sourav Ganguly Zee Bangla Dadagiri Dadagiri Unlimited Season 9
Advertisment