Dalljiet Kaur: 'শূন্যতা নিয়ে বাঁচতে হচ্ছে আমার ছেলেকে', হঠাৎ উধাও বাবা, চূড়ান্ত আফসোস অভিনেত্রীর..

দলজিৎ জানালেন, ২০২৩ সালে নিখিল প্যাটেলকে বিয়ের পর থেকেই শালিন তাঁদের জীবনে কার্যত নেই। বিয়েটিও এক বছরের কম সময়ের মধ্যেই ভেঙে যায়। ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে দলজিৎ বলেন...

দলজিৎ জানালেন, ২০২৩ সালে নিখিল প্যাটেলকে বিয়ের পর থেকেই শালিন তাঁদের জীবনে কার্যত নেই। বিয়েটিও এক বছরের কম সময়ের মধ্যেই ভেঙে যায়। ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে দলজিৎ বলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
da

প্রাক্তন স্বামীকে নিয়ে যা বললেন দলজিৎ

Bollywood: অভিনেতা শালিন ভানোটের প্রাক্তন স্ত্রী দলজিৎ কৌর আবারও বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। বহু বছর ধরেই নাকি, তিনি তাঁদের ছেলে জয়ডনের জীবনে অনুপস্থিত। টেলিভিশন সিরিয়াল কুলবধু-এর সেটে প্রথম আলাপের পর ২০০৯ সালে বিয়ে করেন শালিন ও দলজিৎ। ২০১৪ সালে তাঁদের ঘরে জন্ম হয় জয়ডনের। কিন্তু সন্তানের জন্মের মাত্র এক বছর পরই শালিনের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ তুলে দলজিৎ বিবাহবিচ্ছেদের মামলা করেন। যদিও জয়ডনের হেফাজত মায়ের হাতে যায়, বাবার সঙ্গে দেখা করার অধিকার পান শালিন।

Advertisment

দলজিৎ জানালেন, ২০২৩ সালে নিখিল প্যাটেলকে বিয়ের পর থেকেই শালিন তাঁদের জীবনে কার্যত নেই। বিয়েটিও এক বছরের কম সময়ের মধ্যেই ভেঙে যায়। ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে দলজিৎ বলেন, "এক মুহূর্তে ছিল, পরের মুহূর্তেই উধাও। এটাই ঘটেছে আমার সঙ্গে, আর সেটা ভীষণ যন্ত্রণাদায়ক। আমার কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল জয়ডনের মঙ্গল। কিন্তু যখন নিজের দায়িত্ব নেওয়ার সময় এলো, তখনই সে অদৃশ্য হয়ে গেল। আমার কাছ থেকে নয়, নিজের সন্তানের কাছ থেকে। জয়ডন তার বাবাকে খুঁজত, সেই শূন্যতার মধ্যে। কোনও শিশুকে যেন এমন শূন্যতার মধ্য দিয়ে যেতে না হয়।"

Arjun Bijlani: লক্ষ লক্ষ টাকার প্রতারণা! 'সর্বস্ব হারিয়েও', চরম সত্যি সামনে আনলেন অভিনেতা

Advertisment

তিনি আরও যোগ করেন, "জয়ডন তার বাবার ভালোবাসার দাবিদার ছিল। আমি শালিনকে সেই সম্মান দিয়েছিলাম। কিন্তু নয় বছর পর, সে হারিয়ে গেল। এখন সেই শূন্যতা নিয়েই জয়ডনকে বড় হতে হবে।"

এ নিয়ে শালিনের প্রতিক্রিয়াও আগে পাওয়া গিয়েছিল। টেলি মাসালা-কে তিনি বলেছিলেন, রহস্যময় ভঙ্গিতে, "আমি কখনও স্কুলে পড়তে চাইনি, তাহলে কেন কোনও হেডলাইন পড়ব? আমি শুধু আমার স্ক্রিপ্ট পড়ি, ওগুলো আকর্ষণীয়। আমি নিজেকে নিয়ে গুগল করি না, কেন করব? আমি নিজেকে জানি, আমার বাবা-মাও জানেন। কোনও শিরোনামের প্রতি আমার মনোযোগ নেই। আমি খুশি থাকতে চাই।" 

২০২৩ সালে নিখিল প্যাটেলকে বিয়ে করে দলজিৎ কেনিয়ায় চলে যান। কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা এখনও মীমাংসিত হয়নি।

bollywood actress bollywood Entertainment News Entertainment News Today