ডেভিডের কথা শুনে হেসে গড়ালেন আদিত্য। এও বললেন, 'আমি আশা করছি যেন সারাজীবন চিরকুমার না থাকি'। তৎক্ষণাৎ ডেভিড ধাওয়ানের স্ত্রী লালি ধাওয়ান বলে বসলেন, 'তুমি চিন্তা কর না, তোমার জন্য মেয়ে আমি খুঁজব!' একথা শুনেই তো আদি বেজায় খুশি। হুরমুরিয়ে জিজ্ঞেস করলেন সত্যি? তাই নাকি!
কমেডি ছবির অন্যতম ডেভিড ধাওয়ান বাস্তবেও বেশ মজা করতে ভালবাসেন। স্ত্রীর কথা শুনে নিজের ইচ্ছেও প্রকাশ করলেন, বললেন- আমারও ইচ্ছে ছিল খোঁজার। এদিকে, আদির বিয়ের কথা শুনতেই আগ্রহী অনুরাগীরা। রণবীর থেকে অর্জুন- সকলেই আদিত্যকে নিয়ে ব্যাচেলর ট্রিপে যাওয়ার কথা বলতেন। এতবছর ধরে নিজের ব্যাচেলর ইমেজ চূড়ান্ত ভাবে ধরে রেখেছেন আদি।
ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। এমনকি কিছুদিন ধরেই অনন্যা পাণ্ডের সঙ্গে তাঁর সম্পর্কের গুজব উড়ছে বলিপাড়ায়। যদিও কতটা সত্যি, তা জানা যায়নি।